আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সামরিক অভ্যুত্থানের পর কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস প্রতিবাদের মুখে ক্ষমতাচ্যুত আবদাল্লাহ হামদককে ফের প্রধানমন্ত্রী পদে বহাল করেছে দেশটির সেনাবাহিনী।
গত রোববার হামদককে পুনর্বহাল করার পর সব রাজনৈতিক বন্দিদেরও মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সামরিক বাহিনী, কিন্তু সেনাবাহিনী জড়িত আছে এমন যেকোনো চুক্তি প্রত্যাখ্যানের দাবিতে বিপুল সংখ্যক লোক রাস্তায় অবস্থান নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সামরিক নেতা আবদেল ফাত্তাহ আল বুরহানের সঙ্গে হওয়া এক চুক্তি অনুযায়ী, অন্তবর্তী সময়কালের জন্য হামদক টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত একটি বেসামরিক সরকারের নেতৃত্ব দিবেন।
২০১৯ সালে গণঅভ্যুত্থানের মুখে সুদানের দীর্ঘদিনের একনায়ক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর হামদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু গত মাসের সামরিক অভ্যুত্থানে পদ হারান।
বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পূর্ণ বেসামরিক শাসনের দাবি জানিয়ে আসা সুদানের গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলো এই চুক্তির বিরোধিতা করছে। ২৫ অক্টোবরের সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু বিক্ষোভকারী নিহত হওয়ায় ক্ষুব্ধ হয়ে আছে তারা।
এই প্রতিবাদ বিক্ষোভে যাকে ‘নায়ক’ হিসেবে বিবেচনা করা হতো চুক্তির পর সেই হামদক কিছু অংশের কাছে ‘ভিলেনে’ পরিণত হয়েছেন। চুক্তি ঘোষণার পরপরই বিক্ষোভকারীরা শ্লোগান দেওয়া শুরু করে, “হামদক বিপ্লব বিক্রি করে দিয়েছেন।” বিক্ষোভের নেতৃস্থানীয় গোষ্ঠী সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন (এসপিএ) এই চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে। রাজধানী খার্তুমে পূর্বনির্ধারিত সমাবেশগুলোতে লাখো লোক জড়ো হয়। খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমান ও বাহরিতেও একই চিত্র দেখা গেছে।
সুদানে প্রধানমন্ত্রীকে পুনর্বহাল করেছে সামরিক বাহিনী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ