ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

সুদানে জোরালো হচ্ছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ

  • আপডেট সময় : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে সাধারণ মানুষ। ‘মিলিয়ন অব অক্টোবর ৩০’ ব্যানারে গতকাল শনিবার রাজপথে নামছে লাখ লাখ মানুষ। বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন সামরিক অভ্যুত্থান বিরোধীরা।
এ সংক্রান্ত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ মিছিলের ডাক দিয়েছে বিক্ষুব্ধরা। সুদানে টিভিতে এসেছে, বিক্ষোভকে কেন্দ্র করে খার্তুমের প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সামরিক সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কারণে ইন্টারনেট পরিষেবা, মোবাইল সংযোগ, গ্রাফিতিতে নিষেধাজ্ঞা জারি করেছে সেনাবাহিনী।
গত ২৫ অক্টোবর সুদানের অন্তর্র্বতীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে দেশটির সামরিক বাহিনী। প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে আটকের পর সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক ঘোষণায় জরুরি অবস্থা জারি করেন। পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।
এরপর থেকেই অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামে সাধারণ মানুষ। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১১ জন বেসামরিক মানুষ।
২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো। ওই চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু গত সেপ্টেম্বরে বশিরের অনুসারী সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

সুদানে জোরালো হচ্ছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ

আপডেট সময় : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে সাধারণ মানুষ। ‘মিলিয়ন অব অক্টোবর ৩০’ ব্যানারে গতকাল শনিবার রাজপথে নামছে লাখ লাখ মানুষ। বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন সামরিক অভ্যুত্থান বিরোধীরা।
এ সংক্রান্ত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ মিছিলের ডাক দিয়েছে বিক্ষুব্ধরা। সুদানে টিভিতে এসেছে, বিক্ষোভকে কেন্দ্র করে খার্তুমের প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সামরিক সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কারণে ইন্টারনেট পরিষেবা, মোবাইল সংযোগ, গ্রাফিতিতে নিষেধাজ্ঞা জারি করেছে সেনাবাহিনী।
গত ২৫ অক্টোবর সুদানের অন্তর্র্বতীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে দেশটির সামরিক বাহিনী। প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে আটকের পর সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক ঘোষণায় জরুরি অবস্থা জারি করেন। পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।
এরপর থেকেই অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামে সাধারণ মানুষ। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১১ জন বেসামরিক মানুষ।
২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো। ওই চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু গত সেপ্টেম্বরে বশিরের অনুসারী সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়।