প্রত্যাশা ডেস্ক: মধ্য সুদানের উত্তর কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা এই খবর জানিয়েছেন বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে।
উত্তর কর্ডোফানের মানবিক বিষয়ক কমিশনার সোমবার আল জাজিরাকে জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী এল ওবাইদের পূর্বে আল লুয়েব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তিনি তার নাম প্রকাশ করতে ইচ্ছুক নন।
রাজ্য সরকার এর আগে বলেছিল, গ্রামে একটি জানাজার তাঁবু লক্ষ্য করে করা এই হামলায় শিশু ও নারীসহ কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে। এই আক্রমণকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আরএসএফের নৃশংসতা ও নতুন এক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে রাজ্য সরকার। হামলায় বেশ কয়েকজন নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিও নিহত হয়েছেন। তবে সঠিক পরিসংখ্যান দেওয়া হয়নি।
ওআ/আপ্র/৪/১১/২০২৫























