ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত দুই শতাধিক

  • আপডেট সময় : ০৭:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে আধা-সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। গত তিনদিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় একাধিক গ্রামে আধা-সামরিক বাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী আইনজীবীদের একটি গোষ্ঠী এই তথ্য জানিয়েছে। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করে দ্য ইমার্জেন্সি লইয়ার্স নামের ওই গোষ্ঠী।

তারা বলেছে, হোয়াইট নীল রাজ্যের আল কাদারিস ও আল-খেলওয়াত গ্রামে নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দ্য ইমার্জেন্সি লইয়ার্স বলেছে, শনিবার থেকে ওই দুই গ্রামে অভিযান শুরু করেছে আরএসএফ। এসময় বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা, অপহরণ, জোরপূর্বক গুম ও বাড়িঘরে লুটপাট চালিয়েছে বাহিনী। গত তিনদিনে ওই এলাকার শত শত মানুষ আহত অথবা নিখোঁজ হয়েছেন। স্থানীয় এই মানবাধিকার সংস্থা বলেছে, নীল নদ পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস। এ সময় অনেক লোকজন পানিতে ডুবে গেছেন।

বেসামরিক নাগরিকদের ওপর আধা-সামরিক বাহিনীর হামলার এই ঘটনাকে গণহত্যা বলে অিভিহিত করেছে দ্য ইমার্জেন্সি। সুদানের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত আরএসএফের হামলায় শিশুসহ ৪৩৩ নাগরিক নিহত হয়েছেন। হামলার এই ঘটনাকে ‘‘ভয়ঙ্কর গণহত্যা’’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়। সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর জেনারেলদের মাঝে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। দেশটির বিভিন্ন এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে।

দীর্ঘদিন ধরে দেশটিতে দুই বাহিনীর চলা সংঘাতে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সুদানের সেনাবাহিনী ও আরএসএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। আধাসামরিক বাহিনী জাতিগত নিধন ও নারীদের ওপর পরিকল্পিত যৌন সহিংসতা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া এই সংঘাতে ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যে কারণে দেশটিতে সর্বকালের বৃহত্তম মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি। সূত্র: এএফপি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইন-বিবেক অনুযায়ী ডিসিদের কাজ করার নির্দেশনা আইন উপদেষ্টার

সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত দুই শতাধিক

আপডেট সময় : ০৭:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে আধা-সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। গত তিনদিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় একাধিক গ্রামে আধা-সামরিক বাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী আইনজীবীদের একটি গোষ্ঠী এই তথ্য জানিয়েছে। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করে দ্য ইমার্জেন্সি লইয়ার্স নামের ওই গোষ্ঠী।

তারা বলেছে, হোয়াইট নীল রাজ্যের আল কাদারিস ও আল-খেলওয়াত গ্রামে নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দ্য ইমার্জেন্সি লইয়ার্স বলেছে, শনিবার থেকে ওই দুই গ্রামে অভিযান শুরু করেছে আরএসএফ। এসময় বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা, অপহরণ, জোরপূর্বক গুম ও বাড়িঘরে লুটপাট চালিয়েছে বাহিনী। গত তিনদিনে ওই এলাকার শত শত মানুষ আহত অথবা নিখোঁজ হয়েছেন। স্থানীয় এই মানবাধিকার সংস্থা বলেছে, নীল নদ পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস। এ সময় অনেক লোকজন পানিতে ডুবে গেছেন।

বেসামরিক নাগরিকদের ওপর আধা-সামরিক বাহিনীর হামলার এই ঘটনাকে গণহত্যা বলে অিভিহিত করেছে দ্য ইমার্জেন্সি। সুদানের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত আরএসএফের হামলায় শিশুসহ ৪৩৩ নাগরিক নিহত হয়েছেন। হামলার এই ঘটনাকে ‘‘ভয়ঙ্কর গণহত্যা’’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়। সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর জেনারেলদের মাঝে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। দেশটির বিভিন্ন এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে।

দীর্ঘদিন ধরে দেশটিতে দুই বাহিনীর চলা সংঘাতে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সুদানের সেনাবাহিনী ও আরএসএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। আধাসামরিক বাহিনী জাতিগত নিধন ও নারীদের ওপর পরিকল্পিত যৌন সহিংসতা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া এই সংঘাতে ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যে কারণে দেশটিতে সর্বকালের বৃহত্তম মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি। সূত্র: এএফপি।