ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

সুদানে অভ্যুত্থানে আটক ৪ মন্ত্রীকে মুক্তির নির্দেশ

  • আপডেট সময় : ০৯:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সামরিক অভ্যুত্থানে আটক চার মন্ত্রীকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বার্তায় এ নির্দেশ দেন দেশটির অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। খবর: আল-জাজিরা।
চার মন্ত্রী হলেন- টেলিযোগাযোগমন্ত্রী হাসেম হাসাব আলরাসউল, বাণিজ্যমন্ত্রী আলী গেদ্দো, তথ্যমন্ত্রী হামজা বালুল ও যুব ও ক্রীড়ামন্ত্রী ইউসুফ আদম। এর আগে, জাতিসংঘ যখন সুদানের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করার প্রচেষ্টার সমন্বয় করছে ঠিক তখনই দেশটিতে (২৫ অক্টোবর) অভ্যুত্থান ঘটে। অভ্যুত্থানে শীর্ষ রাজনীতিবিদসহ প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোককে গৃহবন্দি করা হয়।
এর কয়েক ঘণ্টা পরই টেলিভিশনে দেয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি জরুরি অবস্থান জারি করেন।
বুরহান বলেন, ২০২৩ সালে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত ‘একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিনিধিত্বমূলক সরকার’ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে। সংবিধানের কয়েকটি আর্টিকেল স্থগিতের সঙ্গে সঙ্গে প্রাদেশিক গভর্নর পদও বাতিলের ঘোষণা দেন বুরহান। প্রসঙ্গত, ২০১৯ সালে সুদানের দীর্ঘদিনের শাসক ওমর-আল-বাশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

সুদানে অভ্যুত্থানে আটক ৪ মন্ত্রীকে মুক্তির নির্দেশ

আপডেট সময় : ০৯:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সামরিক অভ্যুত্থানে আটক চার মন্ত্রীকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বার্তায় এ নির্দেশ দেন দেশটির অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। খবর: আল-জাজিরা।
চার মন্ত্রী হলেন- টেলিযোগাযোগমন্ত্রী হাসেম হাসাব আলরাসউল, বাণিজ্যমন্ত্রী আলী গেদ্দো, তথ্যমন্ত্রী হামজা বালুল ও যুব ও ক্রীড়ামন্ত্রী ইউসুফ আদম। এর আগে, জাতিসংঘ যখন সুদানের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করার প্রচেষ্টার সমন্বয় করছে ঠিক তখনই দেশটিতে (২৫ অক্টোবর) অভ্যুত্থান ঘটে। অভ্যুত্থানে শীর্ষ রাজনীতিবিদসহ প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোককে গৃহবন্দি করা হয়।
এর কয়েক ঘণ্টা পরই টেলিভিশনে দেয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি জরুরি অবস্থান জারি করেন।
বুরহান বলেন, ২০২৩ সালে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত ‘একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিনিধিত্বমূলক সরকার’ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে। সংবিধানের কয়েকটি আর্টিকেল স্থগিতের সঙ্গে সঙ্গে প্রাদেশিক গভর্নর পদও বাতিলের ঘোষণা দেন বুরহান। প্রসঙ্গত, ২০১৯ সালে সুদানের দীর্ঘদিনের শাসক ওমর-আল-বাশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়।