ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আরও ৫ জন নিহত

  • আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সুদানে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গত শনিবার আরও পাঁচজন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নিহত হয়েছেন। চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস এ তথ্য জানিয়েছে। রোববারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি।
চিকিৎসকদের সংগঠনটি জানিয়েছে, বিক্ষোভ চলাকালে গুলিতে আহত হয়ে চারজন বিক্ষোভকারী নিহত হন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় দম বন্ধ হয়ে অপর এক বিক্ষোভকারীর মৃত্যু হয়।
সাম্প্রতিক অভ্যুত্থানের পর সুদানজুড়ে শহর ও নগরে অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছে। দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। সরাসরি গুলিতে আহত হওয়ার কথা অস্বীকার করে পুলিশের দাবি, তারা ‘ন্যূনতম বলপ্রয়োগ’ করেছে। সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩৯ পুলিশ সদস্যের গুরুতর আহত হওয়ার কথা জানানো হয়েছে। সুদানে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন নতুন জাতীয় পরিষদ গঠনের ঘোষণা আসার কয়েক দিনের মধ্যে প্রাণঘাতী এ সহিংসতার ঘটনা ঘটল।
গত বৃহস্পতিবার এ পরিষদের ঘোষণা দেওয়া হয়। এর প্রধান হয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। বুরহান ইতিমধ্যে দেশটির অন্তর্র্বতীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৫ অক্টোবর সুদানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। এর নিন্দা জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আরও ৫ জন নিহত

আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সুদানে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গত শনিবার আরও পাঁচজন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নিহত হয়েছেন। চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস এ তথ্য জানিয়েছে। রোববারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি।
চিকিৎসকদের সংগঠনটি জানিয়েছে, বিক্ষোভ চলাকালে গুলিতে আহত হয়ে চারজন বিক্ষোভকারী নিহত হন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় দম বন্ধ হয়ে অপর এক বিক্ষোভকারীর মৃত্যু হয়।
সাম্প্রতিক অভ্যুত্থানের পর সুদানজুড়ে শহর ও নগরে অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছে। দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। সরাসরি গুলিতে আহত হওয়ার কথা অস্বীকার করে পুলিশের দাবি, তারা ‘ন্যূনতম বলপ্রয়োগ’ করেছে। সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩৯ পুলিশ সদস্যের গুরুতর আহত হওয়ার কথা জানানো হয়েছে। সুদানে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন নতুন জাতীয় পরিষদ গঠনের ঘোষণা আসার কয়েক দিনের মধ্যে প্রাণঘাতী এ সহিংসতার ঘটনা ঘটল।
গত বৃহস্পতিবার এ পরিষদের ঘোষণা দেওয়া হয়। এর প্রধান হয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। বুরহান ইতিমধ্যে দেশটির অন্তর্র্বতীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৫ অক্টোবর সুদানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। এর নিন্দা জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।