ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

  • আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: গাজা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের ভাষায়, ‘আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই।’

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়েন। বর্তমানে এই এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল হামাস রাফা থেকে ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফিরিয়ে দেয়, তবে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে শর্ত হিসেবে বলা হয়, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে।

এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায়, “আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয়। ইসরায়েল যদি আমাদের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তার দায় তারাই বহন করবে।”

হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা জরুরি।

এদিকে আজ স্থানীয় সময় দুপুর ২টায় হামাস গোল্ডিনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। এরপর জানা যাবে রাফার সেই যোদ্ধাদের ভাগ্যে কী ঘটবে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ওআ/আপ্র/০৯/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: গাজা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের ভাষায়, ‘আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই।’

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়েন। বর্তমানে এই এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল হামাস রাফা থেকে ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফিরিয়ে দেয়, তবে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে শর্ত হিসেবে বলা হয়, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে।

এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায়, “আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয়। ইসরায়েল যদি আমাদের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তার দায় তারাই বহন করবে।”

হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা জরুরি।

এদিকে আজ স্থানীয় সময় দুপুর ২টায় হামাস গোল্ডিনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। এরপর জানা যাবে রাফার সেই যোদ্ধাদের ভাগ্যে কী ঘটবে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ওআ/আপ্র/০৯/১১/২০২৫