ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সুগন্ধি চাল রফতানিতে প্রণোদনা নেই

  • আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাল রফতানিতে ১৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে সুগন্ধি চাল রফতানির ক্ষেত্রে এই প্রণোদনা পাওয়া যাবে না। গতকাল সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, কোনও রফতানিকারক ১০০ টাকার চাল রফতানি করলে সরকার তাকে ১৫ টাকা প্রণোদনা দেবে। তবে সুগন্ধি চালে এ সুবিধা প্রযোজ্য হবে না। এর আগে, ২০২০ সালের ৩০ জানুয়ারি এক প্রজ্ঞাপনে চাল রফতানির বিপরীতে ১৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। ওই সময় চাল রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রফতানির বিপরীতে সরকার এই ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, দেশে উৎপাদিত ধান সংগ্রহ করে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ১৫ শতাংশ হারে প্রক্রিয়াকারী-রফতানিকারক প্রণোদনা পাবেন। বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত প্রতিষ্ঠান থেকে রফতানির ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সুগন্ধি চাল রফতানিতে প্রণোদনা নেই

আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : চাল রফতানিতে ১৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে সুগন্ধি চাল রফতানির ক্ষেত্রে এই প্রণোদনা পাওয়া যাবে না। গতকাল সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, কোনও রফতানিকারক ১০০ টাকার চাল রফতানি করলে সরকার তাকে ১৫ টাকা প্রণোদনা দেবে। তবে সুগন্ধি চালে এ সুবিধা প্রযোজ্য হবে না। এর আগে, ২০২০ সালের ৩০ জানুয়ারি এক প্রজ্ঞাপনে চাল রফতানির বিপরীতে ১৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। ওই সময় চাল রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রফতানির বিপরীতে সরকার এই ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, দেশে উৎপাদিত ধান সংগ্রহ করে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ১৫ শতাংশ হারে প্রক্রিয়াকারী-রফতানিকারক প্রণোদনা পাবেন। বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত প্রতিষ্ঠান থেকে রফতানির ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে না।