বিনোদন ডেস্ক : শিল্পা শেঠি। যার সিনেমা, নাচে মুগ্ধ দর্শক এখনও। তিনি দীর্ঘদিন সিনেমা থেকে বিরত থাকলেও বিভিন্ন শোতে বিচারক ছিলেন। ১৪ বছর পর ২০২১ সালে ‘হাঙ্গামা ২’ এর মাধ্যমে আবারও রূপালি পর্দায় হাজির হন। এবার আসছে তার নতুন সিনেমা ‘সুখী’। এ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টার দেখে ভক্তরা খুবই আনন্দিত। তারা আবারও পছন্দের তারকার সিনেমা দেখতে পাবে। পোস্টারে শিল্পা শেঠিকে আকর্ষণীয় দেখাচ্ছে। তার হাতে বিভিন্ন গৃহস্থালির সরঞ্জাম। স্বপ্ন দেখে। বোঝাই যাচ্ছে দর্শক এতে অন্য রকম গল্প দেখতে পাবে। শিল্পা তার ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করেছেন। তিনি জানান, এ ছবিতে শিল্পা এমন একটি চরিত্রে অভিনয় করবেন যা আগে কখনও দেখা যায়নি। টি-সিরিজ প্রযোজিত ‘সুখী’ সিনেমাটি পরিচালনা করেছেন সোনাল জোশী। প্রসঙ্গত, জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়া’স গট ট্যালেন্ট সিজন ৯ এর বিচারক হিসেবে রয়েছেন শিল্পা শেঠি। তার সঙ্গে এখানে দেখা যাবে কিরণ খের, বাদশা ও মনোজ মুনতাসীর।