ক্রীড়া ডেস্ক: গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন। অল্প কদিনের মাঝেই বিশ্বের নজরে চলে এসেছেন টাইগার এই স্পিডস্টার। সাফল্যের ধারাবাহিকতায় ডাক পেয়েছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও। ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। বাবর আজম, সাইম আইয়ুবদের সঙ্গে একই দলে দেখা যাবে বাংলাদেশের নাহিদ রানাকে। ১১ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এবারের পিএসএলে খেলার অনাতিপত্তের জন্য (এনওসি) এরই মাঝে ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন এই পেসার। ঢাকা পোস্টকে এনওসি আবেদনের কথা নিজেই নিশ্চিত করেছিলেন নাহিদ রানা।
সঙ্গে জানিয়েছেন করেছেন পুরো সিজনে খেলার জন্যই আবেদন করেছেন। তবে আসন্ন এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের। যে কারণে পুরো আসরের জন্য ছাড়পত্র পাবেন কি না সেটা অনিশ্চিত। রিশাদ হোসেন ও লিটন দাসরা পেতে যাচ্ছেন ছাড়পত্র। টেস্ট দলের পরিকল্পনায় না থাকায় পুরো আসরের জন্য ছাড়পত্র পেতে পারেন রিশাদ। তবে লিটন-নাহিদরা একটি নির্দিষ্ট সময়ের জন্য ছাড়পত্র পেতে যাচ্ছেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সেই সূত্র জানিয়েছে বোর্ড ভালোভাবেই সবকিছু দেখছে।