ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সীমা বাড়লো মোবাইল ব্যাংকিংয়ের

  • আপডেট সময় : ০৮:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা জমা (ক্যাশ-ইন) করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে করা যাবে দুই লাখ টাকা। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা অপরিবর্তিত রয়েছে।

এছাড়া ব্যবসা থেকে ব্যক্তি (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মাসিক দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। নতুন নির্দেশনায় আরও বলা হয়, হিসাবের স্থিতির সীমা তিন থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। তবে সীমা অপরিবর্তিত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)। এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

সীমা বাড়লো মোবাইল ব্যাংকিংয়ের

আপডেট সময় : ০৮:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা জমা (ক্যাশ-ইন) করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে করা যাবে দুই লাখ টাকা। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা অপরিবর্তিত রয়েছে।

এছাড়া ব্যবসা থেকে ব্যক্তি (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মাসিক দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। নতুন নির্দেশনায় আরও বলা হয়, হিসাবের স্থিতির সীমা তিন থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। তবে সীমা অপরিবর্তিত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)। এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।