ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

সীমান্তে ভারতের প্রক্সিযুদ্ধ করছে আফগানিস্তান: পাকিস্তান

  • আপডেট সময় : ০৩:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে, তাতে ভারত আফগানিস্তানকে ইন্ধন দিচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। এমনকি আফগানিস্তান ভারতের হয়ে ‘প্রক্সি’ যুদ্ধ করছে বলেও সংশং প্রকাশ করেছেন তিনি।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে খাজা আসিফ বলেন, “এই যুদ্ধবিরতি টিকবে কি না— আমার সন্দেহ আছে। কারণ আফগান তালেবানরা এখন দিল্লির নির্দেশনা অনুযায়ী চলছে এবং কাবুল আসলে এখন দিল্লির হয়ে প্রক্সিযুদ্ধ করছে। সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখান থেকে যদি কোনো পরিকল্পনা ও নির্দেশনা তিনি নিয়ে আসেন— তাহলে অবাক হওয়ার কিছু নেই।”

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিবেশী এই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নগামী হতে শুরু করে পাকিস্তানের। এর প্রধান কারণ পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান তালেবানদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদান। গত বছর পাকিস্তানে আশ্রিত হাজার হাজার আফগান শরণার্থীকে আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য করে পাকিস্তানর সরকার-যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে।

তবে দুই দেশের সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত গত বৃহস্পতিবার থেকে। ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নির্বাহী নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে পাকিস্তান।

কাবুলে হামলার মাধ্যমে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে— অভিযোগ করে শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তে হামলা চালায় আফগান সেনাবাহিনী, পাল্টা জবাব দেয় পাকিস্তানের সেনাবাহিনীও। কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর অবশেষে গতকাল বুধবার ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে পৌঁছেছে পাকিস্তান-আফগানিস্তান।

ওআ/আপ্র/১৬/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সীমান্তে ভারতের প্রক্সিযুদ্ধ করছে আফগানিস্তান: পাকিস্তান

আপডেট সময় : ০৩:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে, তাতে ভারত আফগানিস্তানকে ইন্ধন দিচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। এমনকি আফগানিস্তান ভারতের হয়ে ‘প্রক্সি’ যুদ্ধ করছে বলেও সংশং প্রকাশ করেছেন তিনি।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে খাজা আসিফ বলেন, “এই যুদ্ধবিরতি টিকবে কি না— আমার সন্দেহ আছে। কারণ আফগান তালেবানরা এখন দিল্লির নির্দেশনা অনুযায়ী চলছে এবং কাবুল আসলে এখন দিল্লির হয়ে প্রক্সিযুদ্ধ করছে। সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখান থেকে যদি কোনো পরিকল্পনা ও নির্দেশনা তিনি নিয়ে আসেন— তাহলে অবাক হওয়ার কিছু নেই।”

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিবেশী এই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নগামী হতে শুরু করে পাকিস্তানের। এর প্রধান কারণ পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান তালেবানদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদান। গত বছর পাকিস্তানে আশ্রিত হাজার হাজার আফগান শরণার্থীকে আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য করে পাকিস্তানর সরকার-যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে।

তবে দুই দেশের সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত গত বৃহস্পতিবার থেকে। ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নির্বাহী নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে পাকিস্তান।

কাবুলে হামলার মাধ্যমে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে— অভিযোগ করে শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তে হামলা চালায় আফগান সেনাবাহিনী, পাল্টা জবাব দেয় পাকিস্তানের সেনাবাহিনীও। কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর অবশেষে গতকাল বুধবার ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে পৌঁছেছে পাকিস্তান-আফগানিস্তান।

ওআ/আপ্র/১৬/১০/২০২৫