নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বোরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, দমদমা এলাকার সীমান্ত পিলার নম্বর ১২৬০/৪-এস-সংলগ্ন দিয়ে সুপারি সংগ্রহের উদ্দেশে সীমান্তে যান আশিকুরসহ কয়েকজন। এ সময় ভারতীয় খাসিয়ারা গুলি চালালে আশিকুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা মরদেহটি বাংলাদেশে এনে নিজ বাড়িতে নিয়ে যান।
একই সময়ে ভারতের দমদমা সীমান্ত-সংলগ্ন রাদনে এলাকায় খাসিয়ার গুলিতে মোশাঈদ গুরুতর আহত হন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে দুই তরুণ নিহত হয়েছেন। আশিকুর ঘটনাস্থলেই মারা যান এবং মোশাঈদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন বলে আমরা জানতে পেরেছি।
এসি/আপ্র/২০/১২/২০২৫



















