আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর নিরাপত্তা বেড়া তৈরিতে বাধা দিয়েছে আফগান ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের সৈন্যরা। তালেবানের আপত্তি সত্ত্বেও পাকিস্তানের সামরিক বাহিনী আন্তর্জাতিক সীমান্তে বেড়া নির্মাণকাজ শুরু করায় বাধা দেওয়া হয়েছে বলে গত বুধবার আফগান কর্মকর্তারা জানিয়েছেন।
কাবুলের আপত্তি সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের বেশিরভাগ অংশে বেড়া নির্মাণ করেছে পাকিস্তান। ব্রিটিশ আমলের নির্ধারিত এই সীমান্তের কারণে অনেক পরিবার ও গোত্র দুই দেশের মাঝে বিভক্ত হয়ে পড়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেছেন, গত রোববার পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর অবৈধ বেড়া নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে তালেবান সৈন্যরা।
এ ঘটনায় তেমন কোনো সমস্যা তৈরি হয়নি জানিয়ে তালেবানের এই কর্মকর্তা বলেছেন, সবকিছুই এখন স্বাভাবিক আছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি পাকিস্তান সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তালেবানের সৈন্যরা ঘটনাস্থল থেকে কাঁটাতার জব্দ করছে এবং তালেবানের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা একটি নিরাপত্তা চৌকিতে পাকিস্তানি সৈন্যদের আবারও বেড়া নির্মাণের চেষ্টা না চালানোর ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন।
তবে এই ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তালেবানের মুখপাত্র বিলাল করিমি বলেছেন, এ ঘটনা তারা তদন্ত করছেন। তালেবানের দু’জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, সীমান্তের এই ঘটনায় তালেবান এবং পাকিস্তানি সৈন্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।
ওই ঘটনার পর আরও উত্তরে আফগানিস্তানের কুনার প্রদেশ লক্ষ্য করে গত বুধবার পাকিস্তানি ভূখ- থেকে মর্টার নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে সীমান্তে বেড়া নির্মাণে বাধা দেওয়ার ঘটনার সঙ্গে মর্টার নিক্ষেপের কোনও সম্পর্ক আছে কি-না তা পরিষ্কার নয়। কর্মকর্তারা বলেছেন, ওই এলাকায় আফগান সামরিক বাহিনীর হেলিকপ্টারও টহল দিতে দেখা গেছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগানিস্তানের সাবেক সরকার এবং ইসলামাদের মধ্যে তিক্ত সম্পর্কের পেছনে প্রধান কারণ হিসেবে ছিল সীমান্তে বেড়া নির্মাণের উদ্যোগ। ইসলামাবাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সত্ত্বেও সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে তালেবানের জন্য বিবাদ আগের মতো রয়ে গেছে বলে এবারের উত্তেজনায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারের দীর্ঘদিনের অভিযোগ যে, যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকার এবং পশ্চিমা সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে আসা বিদ্রোহী এই গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থন রয়েছে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছে। চার বছর আগে পাকিস্তান ধাতব বেড়া নির্মাণ শুরুর করার আগেই আইনশৃঙ্খলাহীন এই পার্বত্য সীমান্ত ঐতিহাসিকভাবে অবারিত ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যে এই সীমান্তে প্রায় ৯০ শতাংশ বেড়া নির্মাণ সম্পন্ন করেছে।
আফগানিস্তানের মানবিক বিপর্যয় নিয়ে আলোচনার জন্য বিশ্বের মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) প্রতিনিধিরা ইসলামাবাদে সম্মেলনে অংশ নেওয়ার জন্য জড়ো হওয়ার দিনে সীমান্তের ওই ঘটনা ঘটেছে।
সীমান্তে বেড়া নির্মাণে পাকিস্তান সেনাবাহিনীকে তালেবানের বাধা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ