ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

সিলেট-৩ উপনির্বাচনে জয়ের পথে নৌকা

  • আপডেট সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একযোগে ১৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে প্রতিটি কেন্দ্র ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। এদিকে, ইভিএমে ভোট হওয়ায় কেন্দ্রগুলো দ্রুত ফলাফল ঘোষণা করে। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল জানার পরই আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। সূত্র জানায়, বালাগঞ্জের ছিন্নাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬০৭ ও লাঙ্গল ৩৯; দক্ষিণ সুরমার জালালপুরের রায়খাইল কেন্দ্রে নৌকা ৫৬৫ ও লাঙ্গল ২৬১; বালাগঞ্জের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৫৭ ও লাঙ্গল ১১৮; বালাগঞ্জের ডিএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৮ ও লাঙ্গল ৬৮; টিএন কেন্দ্রে নৌকা ১৩৩৩, লাঙল ৭১; বাবরকপুর কেন্দ্রে নৌকা ৭৮০ ও লাঙল ৪৭; বোয়ালজুর কেন্দ্রে নৌকা ৭৩২ ও লাঙল ২৮, শ্রীনাথপুর কেন্দ্রে নৌকা ৬০৭ ও লাঙল ৩৯ এবং উজ্জ্বলপুর কেন্দ্রে নৌকা ৭০৭ ও লাঙল ১৮টি ভোট পেয়েছে।
৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে: রিটার্নিং কর্মকর্তা : সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে গণনা। সংসদীয় এই আসনটির উপনির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম। শনিবার দুপুরের পর দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের এসে তিনি এই কথা বলেন। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বেশির ভাগ কেন্দ্রই ছিল ভোটারশূন্য। সংশ্লিষ্টরা কেন্দ্রগুলোতে দুপুরের পর ভোটারের উপস্থিতি আশা করলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। দুপুর গড়িয়ে বিকাল চারটায় ভোটগ্রহণ শেষের সময়ও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, আমরা অনুকূল পরিবেশ তৈরি করেছি। কোথাও কোনো গোলযোগ হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। তারপরও কেনো মানুষ ভোটে আসেনি তা বলতে পারবো না। এদিকে প্রথমবারের মতো এই আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন ভোটাররা। কেউ কেউ ইভিএমে ভোট দিতে পেরে খুশি হলেও এই পদ্ধতিতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারছেন না বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিলেট-৩ উপনির্বাচনে জয়ের পথে নৌকা

আপডেট সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একযোগে ১৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে প্রতিটি কেন্দ্র ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। এদিকে, ইভিএমে ভোট হওয়ায় কেন্দ্রগুলো দ্রুত ফলাফল ঘোষণা করে। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল জানার পরই আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। সূত্র জানায়, বালাগঞ্জের ছিন্নাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬০৭ ও লাঙ্গল ৩৯; দক্ষিণ সুরমার জালালপুরের রায়খাইল কেন্দ্রে নৌকা ৫৬৫ ও লাঙ্গল ২৬১; বালাগঞ্জের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৫৭ ও লাঙ্গল ১১৮; বালাগঞ্জের ডিএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৮ ও লাঙ্গল ৬৮; টিএন কেন্দ্রে নৌকা ১৩৩৩, লাঙল ৭১; বাবরকপুর কেন্দ্রে নৌকা ৭৮০ ও লাঙল ৪৭; বোয়ালজুর কেন্দ্রে নৌকা ৭৩২ ও লাঙল ২৮, শ্রীনাথপুর কেন্দ্রে নৌকা ৬০৭ ও লাঙল ৩৯ এবং উজ্জ্বলপুর কেন্দ্রে নৌকা ৭০৭ ও লাঙল ১৮টি ভোট পেয়েছে।
৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে: রিটার্নিং কর্মকর্তা : সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে গণনা। সংসদীয় এই আসনটির উপনির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম। শনিবার দুপুরের পর দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের এসে তিনি এই কথা বলেন। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বেশির ভাগ কেন্দ্রই ছিল ভোটারশূন্য। সংশ্লিষ্টরা কেন্দ্রগুলোতে দুপুরের পর ভোটারের উপস্থিতি আশা করলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। দুপুর গড়িয়ে বিকাল চারটায় ভোটগ্রহণ শেষের সময়ও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, আমরা অনুকূল পরিবেশ তৈরি করেছি। কোথাও কোনো গোলযোগ হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। তারপরও কেনো মানুষ ভোটে আসেনি তা বলতে পারবো না। এদিকে প্রথমবারের মতো এই আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন ভোটাররা। কেউ কেউ ইভিএমে ভোট দিতে পেরে খুশি হলেও এই পদ্ধতিতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারছেন না বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।