মৌলভীবাজার সংবাদদাতা : স্মরণকালের জনদুর্ভোগের এলাকা হিসেবে বিপন্ন হয়ে পড়েছে সিলেট। সীমান্তবর্তী নদনদীগুলোর পানি ক্রমাগত বৃদ্ধিসহ বিরামহীন বৃষ্টিপাত অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগকে ত্বরান্বিত করেছে। মানুষ, গবাদিপশু, কৃষি জমি সবকিছুই যেন প্রলয়ঙ্করী তা-ব রূপে নিঃশেষিত। আবহাওয়া বিশ্লেষক বলছেন, বর্ষা মৌসুমের বর্ষণসময়ের হিসেব রয়েছে আরও প্রায় ৩ মাস। তখন চলতি বছরের বৃষ্টিপাত বাৎসরিক গত অনুপাতের মতোই হবে। খুব বেশি বৃষ্টিপাত হবে না। জুন-২০২২ সিলেটের ১৪৫৬ মিলিমিটার বৃষ্টিপাত এবং শ্রীমঙ্গলের ৫৫৩ মিলিমিটার বৃষ্টিপাত যোগ করলে বৃহত্তর সিলেটে মোট বৃষ্টিপাতের রেকর্ড দাঁড়ায় ২০০৯ মিলিমিটার।
ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের পুরো জুন মাসের মধ্যে মোট ৬ দিন দেশের সর্বোচ্চ সংখ্যক বৃষ্টিপাত সিলেট অঞ্চলে হয়েছে। যে তারিখগুলো যথাক্রমে- ১৮ জুন ৩০৩ দশমিক ৮ মিলিমিটার, ৫ জুন ১৪৯ মিলিমিটার, ১৩ জুন ও ২৯ জুন দুই তারিখে একই পরিমাণ অর্থাৎ ১১১ মিলিমিটার, ৩ জুন ১৪৩ দশমিক ৬ মিলিমিটার এবং ১ জুন ২৯ মিলিমিটারের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সিলেটের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের পুরো জুন মাস জুড়ে সিলেট শহর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে ১৪৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অপরদিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, জুন মাসে শ্রীমঙ্গলে ৫৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেটে জুন মাসে ২০০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ