ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সিলেটে গিটার হাতে চমকে দিলেন অ্যামব্রোস

  • আপডেট সময় : ১০:৪৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : খেলা ছাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের পেস তারকা কার্টলি অ্যামব্রোসের জীবনের একটা অংশ সংগীত। তাই তো নিজের অফিশিয়াল ওয়েবসাইটে বর্ণনা দিয়েছেন, ‘আগে ফাস্ট বোলার ছিলাম, এখন মিউজিশিয়ান’। তবে এতদিন সেটা তার চেনাজনেরা লেখা দেখলেও এবার গিটারিস্ট অ্যামব্রোসের স্বচক্ষে দেখা মিলল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএলে ধারাভাষ্য দিতে অ্যামব্রোস বাংলাদেশে এসেছেন আগেই। সিলেটে গতকাল মঙ্গলবার গিটারও হাতে তুলে নিলেন। ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটরসের ম্যাচের পর মঞ্চে উঠে গিটার বাজিয়েছেন, গেয়েছেন বব মার্লের গানও। খেলোয়াড়ি জীবনে গান-বাজনার প্রতি আগ্রহ ছিল এ কিংবদন্তির। অ্যামব্রোসের ভাষায়, ‘তখন গিটার নিয়ে মজা করতাম’। খেলা ছাড়ার পর সাবেক সতীর্থ রিচি রিচার্ডসনের সঙ্গে গড়েছিলেন ‘দ্য বিগ ব্যাড ড্রেড অ্যান্ড দ্য বাল্ড হেড’ নামের ব্যান্ড। ২০১১ সাল থেকে আছেন ‘স্পিরিটেড’ ব্যান্ডের বেজ গিটারিস্ট হিসেবে। পিটার টস, বব মার্লে, বানি ওয়েইলার, বেরেস হ্যামন্ডের ভক্ত অ্যামব্রোস নিজেকে এখন মিউজিশিয়ান পরিচয় দিতেই পছন্দ করেন। নিজের ওয়েবসাইটে এমন লিখে রাখলেও অ্যামব্রোস অবশ্য খেলাকে দেখছেন অন্যভাবে, ‘অবসর নেওয়ার পর আমি ক্রিকেট দেখি না, আমি আসলে খেলা দেখার খুব একটা ভক্ত না। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভাগ্যে কী ঘটছে, তা অনুসরণ করি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সিলেটে গিটার হাতে চমকে দিলেন অ্যামব্রোস

আপডেট সময় : ১০:৪৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : খেলা ছাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের পেস তারকা কার্টলি অ্যামব্রোসের জীবনের একটা অংশ সংগীত। তাই তো নিজের অফিশিয়াল ওয়েবসাইটে বর্ণনা দিয়েছেন, ‘আগে ফাস্ট বোলার ছিলাম, এখন মিউজিশিয়ান’। তবে এতদিন সেটা তার চেনাজনেরা লেখা দেখলেও এবার গিটারিস্ট অ্যামব্রোসের স্বচক্ষে দেখা মিলল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএলে ধারাভাষ্য দিতে অ্যামব্রোস বাংলাদেশে এসেছেন আগেই। সিলেটে গতকাল মঙ্গলবার গিটারও হাতে তুলে নিলেন। ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটরসের ম্যাচের পর মঞ্চে উঠে গিটার বাজিয়েছেন, গেয়েছেন বব মার্লের গানও। খেলোয়াড়ি জীবনে গান-বাজনার প্রতি আগ্রহ ছিল এ কিংবদন্তির। অ্যামব্রোসের ভাষায়, ‘তখন গিটার নিয়ে মজা করতাম’। খেলা ছাড়ার পর সাবেক সতীর্থ রিচি রিচার্ডসনের সঙ্গে গড়েছিলেন ‘দ্য বিগ ব্যাড ড্রেড অ্যান্ড দ্য বাল্ড হেড’ নামের ব্যান্ড। ২০১১ সাল থেকে আছেন ‘স্পিরিটেড’ ব্যান্ডের বেজ গিটারিস্ট হিসেবে। পিটার টস, বব মার্লে, বানি ওয়েইলার, বেরেস হ্যামন্ডের ভক্ত অ্যামব্রোস নিজেকে এখন মিউজিশিয়ান পরিচয় দিতেই পছন্দ করেন। নিজের ওয়েবসাইটে এমন লিখে রাখলেও অ্যামব্রোস অবশ্য খেলাকে দেখছেন অন্যভাবে, ‘অবসর নেওয়ার পর আমি ক্রিকেট দেখি না, আমি আসলে খেলা দেখার খুব একটা ভক্ত না। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভাগ্যে কী ঘটছে, তা অনুসরণ করি।’