সিলেট সংবাদদাতা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সিলেটে আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। গতকাল বুধবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জনই সিলেট জেলার। সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন করে রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮১, সুনামগঞ্জের ৭৯, হবিগঞ্জের ১০৮ ও মৌলভীবাজারের ১০৪ জন রয়েছেন। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৮৪৪, সুনামগঞ্জে পাঁচ হাজার ৭৫৪, হবিগঞ্জে ছয় হাজার ৪৪ এবং মৌলভীবাজারে সাত হাজার ১৯০ জন রয়েছেন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট চার হাজার ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯৩১ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬৭৯, সুনামগঞ্জে ৬২, হবিগঞ্জে ৪৫, মৌলভীবাজারে ৬৯ এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৭৬ জন ভাইরাসটিতে মারা গেছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ৬৫০ জন। নতুন করে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। করোনার টিকা নিতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
সিলেটে কেড়ে নিলো আরও ১২ প্রাণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























