ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

সিলেটে আফগান দলের ক্যাম্পে কোভিডের হানা

  • আপডেট সময় : ১২:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি পর্বে বড় ধাক্কা খেয়েছে আফগানিস্তান। সিলেটে দলটির ক্যাম্পে হানা দিয়েছে করোনাভাইরাস। খেলোয়াড়সহ বেশ কয়েকজনের শরীরে পাওয়া গেছে এই ভাইরাসের উপস্থিতি। গত শনিবার বাংলাদেশে পা রাখে আফগান দল। সিলেটে রোববার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে সোমবার তাদের অনুশীলন শুরুর কথা ছিল। সেই পরীক্ষাতেই কয়েক জনের ফল পজিটিভ আসে। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে আসার পর আফগানিস্তান দলের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা হয়, সেটাতেই কয়কেজনের ফল পজিটিভ এসেছে। “এই মুহূর্তে আফগানিস্তান বোর্ডের তত্ত্বাবধানে চলছে ওদের অনুশীলন। ১৯ তারিখের পর শুরু হবে ওদের আনুষ্ঠানিক সফর। সে সময়ে এই সব ব্যাপার আমরাই দেখভাল করব। সঠিক সংখ্যা আফগান বোর্ডই বলতে পারবে।” তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আট ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের তিন জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে, আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ। ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি দুটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সিলেটে আফগান দলের ক্যাম্পে কোভিডের হানা

আপডেট সময় : ১২:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি পর্বে বড় ধাক্কা খেয়েছে আফগানিস্তান। সিলেটে দলটির ক্যাম্পে হানা দিয়েছে করোনাভাইরাস। খেলোয়াড়সহ বেশ কয়েকজনের শরীরে পাওয়া গেছে এই ভাইরাসের উপস্থিতি। গত শনিবার বাংলাদেশে পা রাখে আফগান দল। সিলেটে রোববার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে সোমবার তাদের অনুশীলন শুরুর কথা ছিল। সেই পরীক্ষাতেই কয়েক জনের ফল পজিটিভ আসে। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে আসার পর আফগানিস্তান দলের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা হয়, সেটাতেই কয়কেজনের ফল পজিটিভ এসেছে। “এই মুহূর্তে আফগানিস্তান বোর্ডের তত্ত্বাবধানে চলছে ওদের অনুশীলন। ১৯ তারিখের পর শুরু হবে ওদের আনুষ্ঠানিক সফর। সে সময়ে এই সব ব্যাপার আমরাই দেখভাল করব। সঠিক সংখ্যা আফগান বোর্ডই বলতে পারবে।” তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আট ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের তিন জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে, আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ। ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি দুটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।