ক্রীড়া ডেস্ক : মাঝমাঠের শক্তি বাড়াতে বার্সেলোনা খুব করে বের্নার্দো সিলভাকে চায় বলে জোরাল গুঞ্জন চলছিল। মাঝে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও তাতে যোগ করেন বাড়তি জ্বালানি। তবে দলবদলের শেষ বেলায় এসে সব থামিয়ে দিলেন সিলভা নিজেই। বললেন, সিটিতেই থাকছেন তিনি। ২০১৭ সালে মোনাকো থেকে আসার পর থেকে প্রিমিয়ার লিগের দলটির সফল পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সিলভা। গুয়ার্দিওলার সেরা অস্ত্রগুলোর একটি দলটির হয়ে ২৫৭ ম্যাচ খেলা এই ফুটবলার। সিটির হয়ে এখন পর্যন্ত চারটি করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ এবং একটি এফএ কাপ জয়ী পর্তুগিজ মিডফিল্ডারের বার্সেলোনার সঙ্গে যোগাযোগ আছে, গত দুই বছরে এমন গুঞ্জন মাঝেমধ্যেই উঠেছে। সম্প্রতি তা জোরাল রূপ নেয়। গত সপ্তাহে বার্সেলোনা ও সিটির মধ্যে হওয়া একটি চ্যারিটি ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কোচ শাভি এরনান্দেসের পাশে বসে গুয়ার্দিওলা বলেন, বার্সেলোনাকে অনেক পছন্দও করে সিলভা। ২৮ বছর বয়সি এই মিডফিল্ডারকে খুব করে দলে চাইলেও স্প্যানিশ এই কোচ জানিয়ে দেন, কেউ চলে যেতে চাইলে জোর করে আটকাবেন না তিনি। এতে সিলভার কাম্প নউয়ে পাড়ি দেওয়ার সম্ভাবনা নতুন মাত্রা পায়। শেষ পর্যন্ত অবশ্য তার কিছুই বাস্তবিক রূপ পেল না।
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৬-০ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন সিলভা। সতীর্থের একটি গোলে অবদানও রাখেন তিনি। এরপর স্প্যানিশ রেডিও আরএসি১-কে সিলভা জানান তার সিদ্ধান্ত। “আমি ম্যানচেস্টার সিটিতেই থাকছি। এখানে আমি সুখে আছি এবং সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে।” লিগ শিরোপা ধরে রাখার অভিযানে এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের তিনটিতে শুরুর একাদশে খেলেছেন সিলভা। গোল করেছেন দুটি। গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলের ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে জেতা ম্যাচে সিলভার গোলটি ছিল সিটির জার্সিতে তার ৫০তম। আর নটিংহ্যামের বিপক্ষে ম্যাচে জোয়াও কানসেলোর গোলে অবদান রাখা সিলভার অ্যাসিস্ট হলো মোট ৫১টি।
সিলভাকে ‘পাচ্ছে না’ বার্সেলোনা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ