ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

  • আপডেট সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ইসরায়েলি সামরিক বিমান সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরায় হামলা চালিয়েছে, যা পূর্বতন বাশার আল-আসাদ সরকারের সামরিক অবস্থান লক্ষ্য করে করা সর্বশেষ হামলা। মিডিয়া রিপোর্ট এবং একটি পর্যবেক্ষণ গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, সোমবার রাতে রাজধানী দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার (৬৪ মাইল) দক্ষিণে অবস্থিত দেরার উত্তরে অবস্থিত দুটি শহরে হামলা চালানো হয়েছে। “ইসরায়েলি দখলদার বিমানগুলো দেরার উত্তরে জব্বাব এবং ইজরা শহরের আশপাশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে,” সানা জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানের ১৭টি হামলা শহরগুলোতে অবস্থিত দুটি সামরিক অবস্থানে আঘাত করেছে, যা প্রাক্তন সরকারের আর্টিলারি রেজিমেন্ট ৮৯ এবং ১২তম ব্রিগেড। পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো ‘দখল করার চেষ্টা করছে’।

আল-আসাদ সরকারের সেনাবাহিনীর আউটপোস্ট, অস্ত্র ভাণ্ডার, রাডার, ট্যাঙ্ক এবং কামান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আল-আসাদের উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বররের মধ্যে সিরিয়ার লক্ষ্যবস্তুতে ৫০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এ বছর এ পর্যন্ত ২১টি হামলা চালিয়েছে। বেশিরভাগ ইসরায়েলি হামলায় একসময় ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর দখলে থাকা স্থাপনা এবং অস্ত্র লক্ষ্য করা হয়েছে। ইসরায়েল বলেছে সামরিক সম্পদ শত্রুপক্ষের হাতে না পড়ার জন্য এগুলো লক্ষ্যবস্তু করা হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত মাসে বলেছিলেন যে দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে হবে। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে তার সরকার ইসরায়েলি ভূখণ্ডের কাছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে দামেস্কে নতুন সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। আল-আসাদকে অপসারণের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ১৯৭৪ সাল থেকে অধিকৃত গোলান মালভূমিতে জাতিসংঘ-তহবিলযুক্ত বাফার জোনের অভ্যন্তরে প্রবেশ করে এবং অঞ্চল নিয়ন্ত্রণ করে।

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ইসরায়েলি সামরিক বিমান সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরায় হামলা চালিয়েছে, যা পূর্বতন বাশার আল-আসাদ সরকারের সামরিক অবস্থান লক্ষ্য করে করা সর্বশেষ হামলা। মিডিয়া রিপোর্ট এবং একটি পর্যবেক্ষণ গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, সোমবার রাতে রাজধানী দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার (৬৪ মাইল) দক্ষিণে অবস্থিত দেরার উত্তরে অবস্থিত দুটি শহরে হামলা চালানো হয়েছে। “ইসরায়েলি দখলদার বিমানগুলো দেরার উত্তরে জব্বাব এবং ইজরা শহরের আশপাশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে,” সানা জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানের ১৭টি হামলা শহরগুলোতে অবস্থিত দুটি সামরিক অবস্থানে আঘাত করেছে, যা প্রাক্তন সরকারের আর্টিলারি রেজিমেন্ট ৮৯ এবং ১২তম ব্রিগেড। পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো ‘দখল করার চেষ্টা করছে’।

আল-আসাদ সরকারের সেনাবাহিনীর আউটপোস্ট, অস্ত্র ভাণ্ডার, রাডার, ট্যাঙ্ক এবং কামান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আল-আসাদের উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বররের মধ্যে সিরিয়ার লক্ষ্যবস্তুতে ৫০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এ বছর এ পর্যন্ত ২১টি হামলা চালিয়েছে। বেশিরভাগ ইসরায়েলি হামলায় একসময় ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর দখলে থাকা স্থাপনা এবং অস্ত্র লক্ষ্য করা হয়েছে। ইসরায়েল বলেছে সামরিক সম্পদ শত্রুপক্ষের হাতে না পড়ার জন্য এগুলো লক্ষ্যবস্তু করা হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত মাসে বলেছিলেন যে দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে হবে। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে তার সরকার ইসরায়েলি ভূখণ্ডের কাছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে দামেস্কে নতুন সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। আল-আসাদকে অপসারণের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ১৯৭৪ সাল থেকে অধিকৃত গোলান মালভূমিতে জাতিসংঘ-তহবিলযুক্ত বাফার জোনের অভ্যন্তরে প্রবেশ করে এবং অঞ্চল নিয়ন্ত্রণ করে।