আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দামেস্কের মিত্র দুই বিদেশি যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে সিরিয়ার বেশ কয়েক জন সেনা সদস্য। গতকাল শনিবার যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক এ তথ্য জানান। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, টি-৪ বিমান ঘাঁটিতে এ হামলায় দুইজন বিদেশি যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার এ হামলা চালায় ইসরায়েল। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর আরব নিউজ।
সিরিয়ান সংবাদ সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত নয়টার দিকে টি-৪ সামরিক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ার ছয় সেনা সদস্য আহত হয় এবং কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। তখন থেকেই বিভিন্ন অজুহাতে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ হামলার প্রধান লক্ষ্য ছিল সিরিয়ায় ইরান এবং লেবাননের হিযবুল্লাহ বাহিনীর ওপর। মাঝে মধ্যে সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করেও বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য এসব হামলার কথা কখনোই স্বীকার করে না। তবে তারা বারবার বলেছে, সিরিয়াকে তারা কখনোই ইরানের শক্ত ঘাঁটিতে পরিণত হতে দেবে না।
সিরিয়ায় বিমান ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
জনপ্রিয় সংবাদ