ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত ৭

  • আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে সিরিয়ায় অন্তত সাত বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের একটি গ্রামে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে দুই-তৃতীয়াংশ সিরীয় নাগরিক নিহত অথবা আহত হওয়ার ঝুঁকিতে আছেন বলে অন্য একটি সংস্থা জানানোর একদিন পর প্রাণঘাতী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিয়ান অবজারভেটরি বলেছে, ইদলিব প্রদেশের একটি বাড়িতে রাখা ছিল ওই গোলাবারুদ।

বৃহস্পতিবার সেখানে বিস্ফোরণে নারী ও শিশুসহ সাত বেসামরিক নিহত হয়েছেন। তবে বিস্ফোরণে প্রাণহানির এই সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে সংস্থাটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি বিস্ফোরণস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের ধ্বংসস্তূপ সরিয়ে নিতে এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ভেতর থেকে ভুক্তভোগীদের উদ্ধার করতে দেখেছেন বলে জানিয়েছেন। ইদলিবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, তারা ইদলিব প্রদেশের নায়রাব এলাকার একটি বাড়িতে অজ্ঞাত বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেছে বলে খবর পেয়েছেন। পরে প্রতিরক্ষা বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে অবিস্ফোরিত গোলা উদ্ধার করেছেন।

সরকারবিরোধী বিক্ষোভে চরম দমনপীড়নের জেরে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকে এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন। বুধবার সিরিয়ার বেসরকারি সংস্থা হিউম্যানেটি অ্যান্ড ইনক্লুসন বলেছে, গৃহযুদ্ধকালীন সিরিয়াজুড়ে পুঁতে রাখা প্রায় ১০ লাখ গোলাবারুদের মধ্যে অন্তত এক থেকে তিন লাখ এখন পর্যন্ত অবিস্ফোরিত রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত ৭

আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে সিরিয়ায় অন্তত সাত বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের একটি গ্রামে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে দুই-তৃতীয়াংশ সিরীয় নাগরিক নিহত অথবা আহত হওয়ার ঝুঁকিতে আছেন বলে অন্য একটি সংস্থা জানানোর একদিন পর প্রাণঘাতী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিয়ান অবজারভেটরি বলেছে, ইদলিব প্রদেশের একটি বাড়িতে রাখা ছিল ওই গোলাবারুদ।

বৃহস্পতিবার সেখানে বিস্ফোরণে নারী ও শিশুসহ সাত বেসামরিক নিহত হয়েছেন। তবে বিস্ফোরণে প্রাণহানির এই সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে সংস্থাটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি বিস্ফোরণস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের ধ্বংসস্তূপ সরিয়ে নিতে এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ভেতর থেকে ভুক্তভোগীদের উদ্ধার করতে দেখেছেন বলে জানিয়েছেন। ইদলিবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, তারা ইদলিব প্রদেশের নায়রাব এলাকার একটি বাড়িতে অজ্ঞাত বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেছে বলে খবর পেয়েছেন। পরে প্রতিরক্ষা বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে অবিস্ফোরিত গোলা উদ্ধার করেছেন।

সরকারবিরোধী বিক্ষোভে চরম দমনপীড়নের জেরে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকে এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন। বুধবার সিরিয়ার বেসরকারি সংস্থা হিউম্যানেটি অ্যান্ড ইনক্লুসন বলেছে, গৃহযুদ্ধকালীন সিরিয়াজুড়ে পুঁতে রাখা প্রায় ১০ লাখ গোলাবারুদের মধ্যে অন্তত এক থেকে তিন লাখ এখন পর্যন্ত অবিস্ফোরিত রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।