ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

সিরিয়ায় অভিযানে ইরানি জেনারেল নিহত

  • আপডেট সময় : ০১:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় একটি অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেল নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক উপদেষ্টা হিসেবে সিরিয়ায় একটি অভিযানে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির সদস্য জেনারেল আবুল ফজল আলিজানি। স্থানীয় সময় রোববার তিনি নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। সিরিয়ায় অভিযানে বিশেষ দায়িত্ব পালন করছিলেন আবুল ফজল আলিজানি। তবে তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন বা কারা হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ইরান বলছে, তারা দামেস্কের আমন্ত্রণে সিরিয়ায় তাদের বাহিনী মোতায়েন করেছে এবং শুধুমাত্র উপদেষ্টা হিসেবেই তাদের সদস্যরা সেখানে কাজ করছেন। এর আগে গত মার্চে ইরানি বিপ্লবী গার্ডস জানায় যে, সিরিয়ায় ইসরায়েলি হামলায় তাদের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সে সময় ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। এই অপরাধের মূল্য দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। গত কয়েক বছরে দফায় দফায় সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে সরকারি স্থাপনার পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

সিরিয়ায় অভিযানে ইরানি জেনারেল নিহত

আপডেট সময় : ০১:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় একটি অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেল নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক উপদেষ্টা হিসেবে সিরিয়ায় একটি অভিযানে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির সদস্য জেনারেল আবুল ফজল আলিজানি। স্থানীয় সময় রোববার তিনি নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। সিরিয়ায় অভিযানে বিশেষ দায়িত্ব পালন করছিলেন আবুল ফজল আলিজানি। তবে তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন বা কারা হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ইরান বলছে, তারা দামেস্কের আমন্ত্রণে সিরিয়ায় তাদের বাহিনী মোতায়েন করেছে এবং শুধুমাত্র উপদেষ্টা হিসেবেই তাদের সদস্যরা সেখানে কাজ করছেন। এর আগে গত মার্চে ইরানি বিপ্লবী গার্ডস জানায় যে, সিরিয়ায় ইসরায়েলি হামলায় তাদের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সে সময় ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। এই অপরাধের মূল্য দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। গত কয়েক বছরে দফায় দফায় সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে সরকারি স্থাপনার পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।