ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের বিভিন্ন এলাকা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। একটি সামরিক সূত্রের বরাতে গতকাল বুধবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলার বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। গত শনিবারও সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলের এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।
গত ১৪ অক্টোবর সিরিয়ার মধ্যাঞ্চলে ইরানি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ৯ যোদ্ধা নিহত হন। এসব যোদ্ধা সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে মিলে যুদ্ধ করছিলেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে, দামেস্কের এমন অভিযোগের পরই এসব হামলা হয়।
ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ও সিরিয়ায় দেশটির সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। এ উদ্বেগ থেকে গত কয়েক বছরে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েল এ হামলার কথা সেভাবে স্বীকার করে না। এমনকি এ নিয়ে তারা প্রকাশ্যে আলোচনাও করে না। সিরিয়ায় সাধারণত রাত্রিবেলায় এমন হামলা চালিয়ে থাকে ইসরায়েল। তবে সিরিয়ায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মতো ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার কথা অবশ্য আগে স্বীকার করেছিল ইসরায়েল। এ ছাড়া হিজবুল্লাহর জন্য পাঠানো সম্ভাব্য অস্ত্রের চালান লক্ষ্য করেও মাঝেমধ্যে ইসরায়েল হামলা চালায়।
সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ নিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের বিভিন্ন এলাকা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। একটি সামরিক সূত্রের বরাতে গতকাল বুধবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলার বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। গত শনিবারও সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলের এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।
গত ১৪ অক্টোবর সিরিয়ার মধ্যাঞ্চলে ইরানি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ৯ যোদ্ধা নিহত হন। এসব যোদ্ধা সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে মিলে যুদ্ধ করছিলেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে, দামেস্কের এমন অভিযোগের পরই এসব হামলা হয়।
ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ও সিরিয়ায় দেশটির সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। এ উদ্বেগ থেকে গত কয়েক বছরে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েল এ হামলার কথা সেভাবে স্বীকার করে না। এমনকি এ নিয়ে তারা প্রকাশ্যে আলোচনাও করে না। সিরিয়ায় সাধারণত রাত্রিবেলায় এমন হামলা চালিয়ে থাকে ইসরায়েল। তবে সিরিয়ায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মতো ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার কথা অবশ্য আগে স্বীকার করেছিল ইসরায়েল। এ ছাড়া হিজবুল্লাহর জন্য পাঠানো সম্ভাব্য অস্ত্রের চালান লক্ষ্য করেও মাঝেমধ্যে ইসরায়েল হামলা চালায়।
সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ নিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ।