আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্ক ও আশপাশে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবারের হামলায় এক সেনাসহ চারজন নিহত হয়েছেন। সিরীয় কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় কাফর সুসার এলাকার একটি ভবনে আঘাত হানে।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েলের সামরিক বাহিনীর। ইসরায়েল প্রায়শই সিরিয়ায় ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে থাকে। কিন্তু রবিবারের হামলার প্রসঙ্গে কোনও বিবৃতি দেয়নি তেল আবিব। হামলার ঘটনায় সিরিয়ার কাফর সুসারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দামেস্কে একাধিক বেসামরিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইসরায়েলি অধিকৃত গোলান উপত্যকা থেকে রকেট ছোড়া হয়। এদিকে লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান আবদেল রহমান বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছেন। রাজধানীতে রবিবারের হামলাটি ইসরায়েলের সবচেয়ে মারাত্মক হামলা। সূত্র: বিবিসি
সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের রকেট হামলা, সেনাসহ নিহত ৫
জনপ্রিয় সংবাদ