ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

সিরিয়ার নতুন প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক

  • আপডেট সময় : ০৮:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, সিরিয়ার নতুন প্রশাসনকে শাসন করার সুযোগ দেওয়া উচিত। তারা অনুরোধ করলে সামরিক প্রশিক্ষণ দিতে তুরস্ক প্রস্তুত। তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী।
নেটো সদস্যদেশ তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করেছে। এই বিদ্রোহীরা গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়ে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে। তুরস্কের গোয়েন্দা প্রধান সিরিয়ার রাজধানী দামেস্ক পরিদর্শনের দুই দিন পর শনিবার সেখানে দূতাবাস পুনরায় চালু করেছে আঙ্কারা।
সাংবাদিকদের তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, ‘তাদের (বিদ্রোহী) প্রথম বিবৃতিতে আসাদের পতন ঘটানো নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে যে, তারা সব সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সম্মান করবে।’
আমরা মনে করি যে, নতুন প্রশাসন কী করে তা আমাদের দেখা দরকার এবং তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার। তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কি-না জানতে চাইলে গুলার বলেন, অনেক দেশের সঙ্গেই আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি আছে। সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে তুরস্ক প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।
জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কথা বলে ২০১৬ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে বিশাল অংশ জুড়ে উত্তরোত্তর চারটি সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিন, আজেজ ও জারাব্লুস, উত্তর-পূর্বের রাস আল আইন এবং তেল আবিয়াদ শহরে তুরস্কের মোতায়েন কয়েক হাজার সেনা থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। গুলার বলেন, প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হলে আঙ্কারা সিরিয়ায় নতুন প্রশাসনের সঙ্গে তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা করা ও পুনর্মূল্যায়ন করে দেখতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিরিয়ার নতুন প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক

আপডেট সময় : ০৮:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, সিরিয়ার নতুন প্রশাসনকে শাসন করার সুযোগ দেওয়া উচিত। তারা অনুরোধ করলে সামরিক প্রশিক্ষণ দিতে তুরস্ক প্রস্তুত। তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী।
নেটো সদস্যদেশ তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করেছে। এই বিদ্রোহীরা গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়ে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে। তুরস্কের গোয়েন্দা প্রধান সিরিয়ার রাজধানী দামেস্ক পরিদর্শনের দুই দিন পর শনিবার সেখানে দূতাবাস পুনরায় চালু করেছে আঙ্কারা।
সাংবাদিকদের তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, ‘তাদের (বিদ্রোহী) প্রথম বিবৃতিতে আসাদের পতন ঘটানো নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে যে, তারা সব সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সম্মান করবে।’
আমরা মনে করি যে, নতুন প্রশাসন কী করে তা আমাদের দেখা দরকার এবং তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার। তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কি-না জানতে চাইলে গুলার বলেন, অনেক দেশের সঙ্গেই আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি আছে। সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে তুরস্ক প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।
জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কথা বলে ২০১৬ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে বিশাল অংশ জুড়ে উত্তরোত্তর চারটি সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিন, আজেজ ও জারাব্লুস, উত্তর-পূর্বের রাস আল আইন এবং তেল আবিয়াদ শহরে তুরস্কের মোতায়েন কয়েক হাজার সেনা থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। গুলার বলেন, প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হলে আঙ্কারা সিরিয়ায় নতুন প্রশাসনের সঙ্গে তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা করা ও পুনর্মূল্যায়ন করে দেখতে পারে।