ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

  • আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সাথে সাথে প্রতিদিন প্লাবিত হচ্ছে নি¤œাঞ্চল আর সেই সাথে দেখা দিয়েছে নদীভাঙন। দিনের পর দিন পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছে নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ।
এদিকে যমুনায় দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার চৌহালী, শাহজাদপুর ও কাজিপুর অংশে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিদিনই ঘর-বাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে দাবি স্থানীয়দের। জেলার চৌহালী উপজেলার শহিদুল ইসলাম জানান, গত ৫-৬ দিন হলো নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। এখানে পানি বাড়ার সাথে সাথে নদী তীরে ভাঙতে শুরু করে। আবার পানি কমে যাবার সময়ও ভাঙ্গে। এবছর বন্যার পাানি নদীতে প্রবেশ করার পর থেকে প্রায় শতাধিক বসতভিটা নদীতে বিলিন হয়েছে। আর সাথে প্রতিদিন তো ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের কাসেম আলী জানান, গত দুদিন আগে এই গ্রামের তিনটি বসত ভিটা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও প্রতিদিনই নদীর পাড় ভাঙছে। ভাঙন আতঙ্কে অনেকে ঘর বাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানের পাহাড়ি ঢলের কারণে গত ৫-৬ দিন হলো যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি বাড়াতে অনেক নি¤œাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে এই পানি বিপৎসীমা অতিক্রম করবে না। তিনি আরও বলেন, যমুনা নদীর পানি আরও ৫-৭ বৃদ্ধি পেতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেড আই খান পান্না

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সাথে সাথে প্রতিদিন প্লাবিত হচ্ছে নি¤œাঞ্চল আর সেই সাথে দেখা দিয়েছে নদীভাঙন। দিনের পর দিন পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছে নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ।
এদিকে যমুনায় দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার চৌহালী, শাহজাদপুর ও কাজিপুর অংশে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিদিনই ঘর-বাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে দাবি স্থানীয়দের। জেলার চৌহালী উপজেলার শহিদুল ইসলাম জানান, গত ৫-৬ দিন হলো নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। এখানে পানি বাড়ার সাথে সাথে নদী তীরে ভাঙতে শুরু করে। আবার পানি কমে যাবার সময়ও ভাঙ্গে। এবছর বন্যার পাানি নদীতে প্রবেশ করার পর থেকে প্রায় শতাধিক বসতভিটা নদীতে বিলিন হয়েছে। আর সাথে প্রতিদিন তো ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের কাসেম আলী জানান, গত দুদিন আগে এই গ্রামের তিনটি বসত ভিটা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও প্রতিদিনই নদীর পাড় ভাঙছে। ভাঙন আতঙ্কে অনেকে ঘর বাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানের পাহাড়ি ঢলের কারণে গত ৫-৬ দিন হলো যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি বাড়াতে অনেক নি¤œাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে এই পানি বিপৎসীমা অতিক্রম করবে না। তিনি আরও বলেন, যমুনা নদীর পানি আরও ৫-৭ বৃদ্ধি পেতে পারে।