বিনোদন ডেস্ক: বাংলাদেশি সিনেমা এখন শুধু দেশেই নয়, বিদেশেও দর্শকদের মন জয় করছে। একসময় ভারতে বাংলা সিনেমার মুক্তি নিয়ে আলোচনা হলেও এখন নতুন দিগন্ত খুলছে পাকিস্তানে। সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ এবং শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে ইংরেজি সাবটাইটেলসহ মুক্তি পায়। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় এক ধাপ এগিয়ে উর্দু ভাষায় ডাবিং করে বাংলাদেশের জনপ্রিয় সিনেমা ‘জংলি’ পাকিস্তানে মুক্তি পাচ্ছে।
‘জংলি’ হচ্ছে প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যা উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি পাচ্ছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমাটি গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পেয়ে দর্শকনন্দিত হয় এবং বক্স অফিসে ভালো সাড়া পায়। সিনেমাটির বিদেশি পরিবেশনার দায়িত্বে আছে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেন “আমরা শিগগিরই ‘জংলি’ উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিতে যাচ্ছি। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সব ধরনের চুক্তি সম্পন্ন হয়েছে এবং এখন ডাবিংয়ের কাজ চলছে।”
এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বিনিময়ে একটি নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু পাকিস্তান নয়, ‘জংলি’ এর আগে আমেরিকা ও কানাডার প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। সেখানেও সিনেমাটি দারুণ সাড়া পেয়েছে বলে জানায় পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। এই ধারা বজায় রেখে এবার সিনেমাটি পাকিস্তানেও মুক্তি পাচ্ছে, যা বাংলাদেশের সিনেমার জন্য একটি বড় অর্জন। ‘জংলি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি একজন সাহসী ও আবেগী তরুণের ভূমিকায় আবির্ভূত হয়েছেন। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বুবলী। পাশাপাশি শিশুশিল্পী নৈঋতা ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছে।
সিনেমায় আরও রয়েছেন একসময়কার জনপ্রিয় শিশুশিল্পী এবং বর্তমান অভিনেত্রী দিঘী, যিনি নিজের ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন রূপে হাজির হয়েছেন। ছবির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, যার গান ইতোমধ্যেই ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। ‘জংলি’র মূল গল্প লিখেছেন আজাদ খান, আর চিত্রনাট্য যৌথভাবে করেছেন মেহেদী হাসান মুন এবং কলকাতার চিত্রনাট্যকার সুকৃতি সাহা। সিনেমাটির নির্মাণে রয়েছে আন্তর্জাতিক মান, যা দক্ষিণ এশীয় বাজারেও প্রশংসিত হওয়ার মত উপযুক্ত। এই সিনেমা প্রযোজনা করেছে বাংলাদেশের সুপরিচিত প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান “আমরা পাকিস্তানে ‘জংলি’ মুক্তির জন্য সব আনুষ্ঠানিকতা শেষ করেছি। এখন উর্দু ডাবিংয়ের কাজ চলছে। দর্শকদের ভালোবাসায় সিনেমাটি নতুন দেশে মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য গর্বের।” ‘জংলি’ উর্দুতে মুক্তি পাওয়ার ঘটনা শুধু একটি সিনেমার প্রসার নয়, এটি দুই দেশের সাংস্কৃতিক সংযোগ ও চলচ্চিত্র বিনিময়ের পথও সুগম করবে বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।পাকিস্তানে দর্শকদের কাছে সিনেমাটিকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে সম্পূর্ণ ডাবিং করা হয়েছে উর্দু ভাষায়। এর মাধ্যমে যারা বাংলা ভাষা বোঝেন না, তারাও সিনেমার গল্প ও আবেগে সম্পৃক্ত হতে পারবেন।