ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

সিন্ডিকেটের কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম

  • আপডেট সময় : ০১:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রকট আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই ম-ল। তিনি বলেন, ‘গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন- চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ সব কিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্ত অসহায় জীবনযাপন করছে।’
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এ মানববন্ধনের আয়োজন করে। আব্দুল হাই ম-ল বলেন, ‘বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। প্রায় দুই বছর করোনায় স্থবির থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এতে দেশের সাধারণ মানুষ দিশেহারা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সিন্ডিকেটে যারা জড়িত, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে।’ এনপিপির যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. এমাদুল হক রানার সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তৃতা করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

সিন্ডিকেটের কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম

আপডেট সময় : ০১:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রকট আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই ম-ল। তিনি বলেন, ‘গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন- চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ সব কিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্ত অসহায় জীবনযাপন করছে।’
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এ মানববন্ধনের আয়োজন করে। আব্দুল হাই ম-ল বলেন, ‘বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। প্রায় দুই বছর করোনায় স্থবির থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এতে দেশের সাধারণ মানুষ দিশেহারা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সিন্ডিকেটে যারা জড়িত, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে।’ এনপিপির যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. এমাদুল হক রানার সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তৃতা করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম প্রমুখ।