ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

সিনেমায় কাজ কমিয়ে দেবেন রজনীকান্ত

  • আপডেট সময় : ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। বার্ষিক মেডিক্যাল চেকআপের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সম্প্রতি ভারতে ফিরেছেন তিনি। এই অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, বর্তমানে সুস্থ আছেন রজনীকান্ত। তবে চিকিৎসক তাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সূত্রটি বলেন, ‘কাজের বিষয়ে তাকে আরো সতর্ক থাকতে বলা হয়েছে। অতিরিক্ত কাজ না করার জন্য চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন। এছাড়া সঠিক খাদ্যাভাস ও ঘুমের নিয়ম কঠোরভাবে মানতে বলেছেন।’ তাহলে কী রজনীকান্ত কাজ কমিয়ে দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, অনেকটা সেরকমই। তার পরিবার, স্ত্রী লতা এবং দুই মেয়ে রজনীর পরিশ্রমের ঘোর বিরোধী। তার হাতে বর্তমানে একটি সিনেমা। এটির শুটিংয়ের জন্য ১৫ দিনের মতো সময় লাগবে। তাই এ নিয়ে বেশি পরিশ্রম করতে হবে না। এছাড়া স্টান্টের বিষয়টি এখন রজনীর দ্বারা সম্ভব নয়। পুরোটাই বডি ডাবলের মাধ্যমে করতে হবে।’ বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছেন রজনীকান্ত। মাঝে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। এছাড়া শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কিংবদন্তি এই অভিনেতা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমায় কাজ কমিয়ে দেবেন রজনীকান্ত

আপডেট সময় : ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। বার্ষিক মেডিক্যাল চেকআপের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সম্প্রতি ভারতে ফিরেছেন তিনি। এই অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, বর্তমানে সুস্থ আছেন রজনীকান্ত। তবে চিকিৎসক তাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সূত্রটি বলেন, ‘কাজের বিষয়ে তাকে আরো সতর্ক থাকতে বলা হয়েছে। অতিরিক্ত কাজ না করার জন্য চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন। এছাড়া সঠিক খাদ্যাভাস ও ঘুমের নিয়ম কঠোরভাবে মানতে বলেছেন।’ তাহলে কী রজনীকান্ত কাজ কমিয়ে দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, অনেকটা সেরকমই। তার পরিবার, স্ত্রী লতা এবং দুই মেয়ে রজনীর পরিশ্রমের ঘোর বিরোধী। তার হাতে বর্তমানে একটি সিনেমা। এটির শুটিংয়ের জন্য ১৫ দিনের মতো সময় লাগবে। তাই এ নিয়ে বেশি পরিশ্রম করতে হবে না। এছাড়া স্টান্টের বিষয়টি এখন রজনীর দ্বারা সম্ভব নয়। পুরোটাই বডি ডাবলের মাধ্যমে করতে হবে।’ বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছেন রজনীকান্ত। মাঝে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। এছাড়া শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কিংবদন্তি এই অভিনেতা।