ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সিনেমায় এই প্রথম হাবিব

  • আপডেট সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : সংগীতের জনপ্রিয় তারকাদের একজন হাবিব ওয়াহিদ। যিনি ইতিমধ্যেই নিজের সুর-সংগীতে সুপারহিট অসংখ্য গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তার সুর-সংগীতে গেয়ে জনপ্রিয় হয়েছেন অনেক তারকা। তবে এবার এই তারকা গাইলেন অন্যের সুর-সংগীতে। তাও আবার সিনেমায়। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় ‘অভিমানী রোদ্দুরে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। সংযুক্তা সাহার কথায় গানটির সুর-সংগীত করেছেন অম্লান এ চক্রবর্তী। গানটিতে হাবিবের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নন্দিতা। সিনেমা মুক্তির প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার এটি উন্মুক্ত হচ্ছে। অন্যের সুরে সিনেমায় প্রথম প্লেব্যাক প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘অন্যের সুরে এটা আমার তৃতীয় গান। তবে সিনেমার জন্য এটাই প্রথম। আসলে এই গানটা গাওয়ার পেছনে তেমন কোনও পরিকল্পনা ছিলো না। ওরা আমাকে প্রস্তাব করেছেন গানটি গাওয়ার জন্য। আমি ট্র্যাকটা শুনতে চেয়েছি, বলেছি যদি আমার সঙ্গে কানেক্ট করে- গাইবো। এরপর গাইলাম।’
এদিকে, র‌্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি প্রযোজিত ও নির্মিতা দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। গতকাল রোববার সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ‘অপারেশন সুন্দরবন’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান, মনোজসহ অনেকে। উল্লেখ্য, হাবিব সর্বশেষ প্লেব্যাক করেছেন শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিনেমায় এই প্রথম হাবিব

আপডেট সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : সংগীতের জনপ্রিয় তারকাদের একজন হাবিব ওয়াহিদ। যিনি ইতিমধ্যেই নিজের সুর-সংগীতে সুপারহিট অসংখ্য গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তার সুর-সংগীতে গেয়ে জনপ্রিয় হয়েছেন অনেক তারকা। তবে এবার এই তারকা গাইলেন অন্যের সুর-সংগীতে। তাও আবার সিনেমায়। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় ‘অভিমানী রোদ্দুরে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। সংযুক্তা সাহার কথায় গানটির সুর-সংগীত করেছেন অম্লান এ চক্রবর্তী। গানটিতে হাবিবের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নন্দিতা। সিনেমা মুক্তির প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার এটি উন্মুক্ত হচ্ছে। অন্যের সুরে সিনেমায় প্রথম প্লেব্যাক প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘অন্যের সুরে এটা আমার তৃতীয় গান। তবে সিনেমার জন্য এটাই প্রথম। আসলে এই গানটা গাওয়ার পেছনে তেমন কোনও পরিকল্পনা ছিলো না। ওরা আমাকে প্রস্তাব করেছেন গানটি গাওয়ার জন্য। আমি ট্র্যাকটা শুনতে চেয়েছি, বলেছি যদি আমার সঙ্গে কানেক্ট করে- গাইবো। এরপর গাইলাম।’
এদিকে, র‌্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি প্রযোজিত ও নির্মিতা দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। গতকাল রোববার সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ‘অপারেশন সুন্দরবন’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান, মনোজসহ অনেকে। উল্লেখ্য, হাবিব সর্বশেষ প্লেব্যাক করেছেন শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমায়।