বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের শুটিংয়ে দুই মাস বয়সী এক শিশুর মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তার প্রতি ভালোবাসা ও মায়া জমেছিল ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির; শুটিং শেষে সিনেমার সন্তানকে নিজের বিয়ের একটি নাকফুল উপহার দিয়েছেন তিনি।
শুক্রবার রাতে এক ফেইসবুক পোস্টে ঘটনার আদ্যোপান্ত তুলে এনেছেন ‘মা’ নামে সেই সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার। এতে ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। পরিচালক অরণ্য আনোয়ার জানান, বিয়ের সময় স্বামী শরিফুল রাজের দেওয়া দুইটি নাকফুলের মধ্যে একটি নাকফুল রাজ ও পরীমনি সেই শিশুর মায়ের হাতে তুলে দেন। ছবি তোলার অনুরোধ করলেও রাজ-পরীমনি ছবি তুলেতে চাননি। “পরীমনি বলল, ‘গত ক’টা দিন ওর (শিশু) সাথে মায়ের চরিত্রে অভিনয় করে ওর প্রতি আমার মায়া জমে গেছে’। আমি আবেগে আপ্লুত হলাম। শ্রদ্ধায় নত হলাম পরীর কাছে। স্যালুট পরীমনি। তোমাকে স্যালুট; শ্রদ্ধা ও ভালোবাসা।” পরীমনিকে নিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন ছোটপর্দার নির্মাতা অরণ্য আনোয়ার। পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৭১ সালে কুমিল্লা-চট্টগ্রাম এলাকার একটি সত্য ঘটনাকে উপজীব্য করে সিনেমার গল্প সাজিয়েছেন তিনি।
“সাত মাস বয়সী একটি বাচ্চার অসুখে মৃত্যু হওয়ার পর তার মা তা কোনোভাবেই মানতে পারেননি। মৃত বাচ্চাকে বুকে আগলে রাখেন; সমাহিত করতে দেন না। সেই ক্রাইসিসের সঙ্গে ধর্মীয় গোঁড়ামি ও সমাজ ব্যবস্থার গল্প উঠে আসবে সিনেমায়।” ২১ বছর বয়সী সেই মায়ের চরিত্রে পরীমনিকে নির্বাচনের কারণ হিসেবে পরিচালক জানালেন, “আমার টার্গেট ছিল পরীমনির গ্ল্যামার ইমেজের বাইরে অন্য একটা ইমেজে দাঁড় করাতে পারি-সেটা পরিচালক হিসেবে আমার একটা সফলতা হতে পারে। ওই ভাবনা থেকেই আমি পরীমনিকে নির্বাচন করেছি। ও সানন্দে বিষয়টিকে নিয়েছে।” তরুণ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পরীমনি; তিনি এখন সন্তানসম্ভবা।
সিনেমার সন্তানকে বিয়ের নাকফুল উপহার দিলেন পরীমনি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ