ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সিনেমার নতুন জুটি রোশান-মিতু

  • আপডেট সময় : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী জাহারা মিতু। উপস্থাপনা থেকে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা যুক্ত হলেও এরইমধ্যে জুটি বেঁধেছেন সুপারস্টার শাকিব খান এবং কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে। এবার আরও একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। নাম ‘দ্য ডল’। ছবিতে জাহারা মিতুর চরিত্রের নাম ফারিন।
এটি নির্মাণ করবেন মাহফুজুর রহমান। সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন জিয়াউল রোশান। প্রথমবারের মতো জুটি হয়ে বড় পর্দায় হাজির হবেন তারা।
মিতু বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সাত নাম্বার সিনেমা হলেও রোশান ভাইয়ের সঙ্গে প্রথম কাজ হতে যাচ্ছে। তার সঙ্গে আমার হাই-হ্যালো আগে থেকেই ছিল। তবে এই সিনেমার সূত্রেই প্রথম কথা হলো। ছবিটি নিয়ে আমার ও উনার ভাবনাগুলো মিলে যাচ্ছে। সবমিলিয়ে মনে হচ্ছে ভালো কিছু হবে।’
তিনি আরও বলেন, ‘এই সিনেমা থেকে দর্শক নিখাদ বিনোদন পাবেন। সেইসঙ্গে রাজনীতিসহ বেশকিছু বিষয় থাকবে। আমাদের চলমান রাজনীতির ভালো ও খারাপ দুটি দিকই আছে। ভালো-মন্দের ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হয়। এসব বিষয় তুলে ধরা হবে। সেই সঙ্গে দেশের প্রতি শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের না, সাধারণ মানুষেরও দায়বদ্ধতা আছে- এই ব্যাপারটাও ধরে ধরে দেখিয়ে দেওয়া হবে।’ জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিনেমার নতুন জুটি রোশান-মিতু

আপডেট সময় : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী জাহারা মিতু। উপস্থাপনা থেকে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা যুক্ত হলেও এরইমধ্যে জুটি বেঁধেছেন সুপারস্টার শাকিব খান এবং কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে। এবার আরও একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। নাম ‘দ্য ডল’। ছবিতে জাহারা মিতুর চরিত্রের নাম ফারিন।
এটি নির্মাণ করবেন মাহফুজুর রহমান। সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন জিয়াউল রোশান। প্রথমবারের মতো জুটি হয়ে বড় পর্দায় হাজির হবেন তারা।
মিতু বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সাত নাম্বার সিনেমা হলেও রোশান ভাইয়ের সঙ্গে প্রথম কাজ হতে যাচ্ছে। তার সঙ্গে আমার হাই-হ্যালো আগে থেকেই ছিল। তবে এই সিনেমার সূত্রেই প্রথম কথা হলো। ছবিটি নিয়ে আমার ও উনার ভাবনাগুলো মিলে যাচ্ছে। সবমিলিয়ে মনে হচ্ছে ভালো কিছু হবে।’
তিনি আরও বলেন, ‘এই সিনেমা থেকে দর্শক নিখাদ বিনোদন পাবেন। সেইসঙ্গে রাজনীতিসহ বেশকিছু বিষয় থাকবে। আমাদের চলমান রাজনীতির ভালো ও খারাপ দুটি দিকই আছে। ভালো-মন্দের ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হয়। এসব বিষয় তুলে ধরা হবে। সেই সঙ্গে দেশের প্রতি শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের না, সাধারণ মানুষেরও দায়বদ্ধতা আছে- এই ব্যাপারটাও ধরে ধরে দেখিয়ে দেওয়া হবে।’ জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।