ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন পড়শী

  • আপডেট সময় : ১১:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সংগীত শিল্পী সাবরিনা পড়শী। গান ছাড়াও অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই শিল্পী। গত ঈদেও অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রথম ভালোবাসা’ নামে একটি নাটকে কাজ করেছেন; সেখানেও এই গায়িকা রেখেছেন মেধার ছাপ। ফলে বরাবরের মত ভিউ এবং দর্শকপ্রিয়তায়ও এগিয়ে ছিল পড়শীর অভিনয়ের নাটকগুলো। সিনেমায় পর্যন্ত দেখা গেছে তাকে। ২০১৬ সালে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এরপর আর বড় পর্দায় দেখা যায়নি এই গায়িকাকে। জানা গেলো, কোনোরকম ছোট পর্দায় পড়শীকে দেখা গেলেও বড় পর্দায় তাকে একেবারেই দেখা যাবে না। কারণ, সিনেমার জন্য কাজ করার আগ্রহ এই শিল্পীর নেই বললেই চলে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নাটক চলচ্চিত্রে কাজ করার প্রসঙ্গে কথা বলেন তিনি। সেখানে চলচ্চিত্রে আর তাকে দেখা যাবে না বলে সরাসরি জানিয়ে দেন এই শিল্পী। পড়শীর কথায়, তার অভিনয় শুধুমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান; এর বাইরে আর তাকে দেখা যাবে না। তিনি বলেন, ‘নাটক পর্যন্ত ঠিক আছে; নাটকের ক্ষেত্রে তিন-চারদিনের কাজের সেই সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। আমি মনে করি যে, এই তিন-চারদিন পর্যন্ত ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন। এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবে না।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন পড়শী

আপডেট সময় : ১১:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: সংগীত শিল্পী সাবরিনা পড়শী। গান ছাড়াও অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই শিল্পী। গত ঈদেও অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রথম ভালোবাসা’ নামে একটি নাটকে কাজ করেছেন; সেখানেও এই গায়িকা রেখেছেন মেধার ছাপ। ফলে বরাবরের মত ভিউ এবং দর্শকপ্রিয়তায়ও এগিয়ে ছিল পড়শীর অভিনয়ের নাটকগুলো। সিনেমায় পর্যন্ত দেখা গেছে তাকে। ২০১৬ সালে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এরপর আর বড় পর্দায় দেখা যায়নি এই গায়িকাকে। জানা গেলো, কোনোরকম ছোট পর্দায় পড়শীকে দেখা গেলেও বড় পর্দায় তাকে একেবারেই দেখা যাবে না। কারণ, সিনেমার জন্য কাজ করার আগ্রহ এই শিল্পীর নেই বললেই চলে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নাটক চলচ্চিত্রে কাজ করার প্রসঙ্গে কথা বলেন তিনি। সেখানে চলচ্চিত্রে আর তাকে দেখা যাবে না বলে সরাসরি জানিয়ে দেন এই শিল্পী। পড়শীর কথায়, তার অভিনয় শুধুমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান; এর বাইরে আর তাকে দেখা যাবে না। তিনি বলেন, ‘নাটক পর্যন্ত ঠিক আছে; নাটকের ক্ষেত্রে তিন-চারদিনের কাজের সেই সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। আমি মনে করি যে, এই তিন-চারদিন পর্যন্ত ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন। এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবে না।’