ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৩

  • আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হওয়ায় পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মির্জা আজম (৩৪) গতকাল শনিবার সকালে মারা যান।
ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, আজমের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি ঢাকায় মগবাজারের মধুবাগ এলাকায় থাকতেন। ভবনটির বাংলাদেশ সেনেটারির কর্মচারী ছিলেন তিনি। সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ সাতজন এখন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এদের দুজন আইইসিইউতে, পাঁচজন পোস্ট অপারেটিভ ইউনিটে।
গত মঙ্গলবার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। পরদিন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দুটি লাশ। তার পরের দিন আরও একটি লাশ মেলে ধ্বংসস্তূপে। এদিকে দগ্ধদের মধ্যে বুধবার রাতে বার্ন ইনস্টিটিউটে মারা যান একজন। আহতদের মধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৩

আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হওয়ায় পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মির্জা আজম (৩৪) গতকাল শনিবার সকালে মারা যান।
ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, আজমের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি ঢাকায় মগবাজারের মধুবাগ এলাকায় থাকতেন। ভবনটির বাংলাদেশ সেনেটারির কর্মচারী ছিলেন তিনি। সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ সাতজন এখন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এদের দুজন আইইসিইউতে, পাঁচজন পোস্ট অপারেটিভ ইউনিটে।
গত মঙ্গলবার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। পরদিন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দুটি লাশ। তার পরের দিন আরও একটি লাশ মেলে ধ্বংসস্তূপে। এদিকে দগ্ধদের মধ্যে বুধবার রাতে বার্ন ইনস্টিটিউটে মারা যান একজন। আহতদের মধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।