প্রযুক্তি ডেস্ক : সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামে বাংলাদেশ থেকে ১৬ জন শীর্ষস্থান অধিকার করেছে। বিজয়ীদের নামও ঘোষণা করেছে হুয়াওয়ে।
গত সোমবার (১ নভেম্বর) অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি বিয়াট্রিস কালদুন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ওমর জাহ ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝেংজুন। সিডস ফর দ্য ফিউচার বিশ্বব্যাপী এসটিইএম (সায়েন্স, টেকনোলোজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ) শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ের বিশেষ একটি ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আইসিটি খাতের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়। ২০১৪ সালে বাংলাদেশে চালু হওয়ার পর থেকেই এ প্রোগ্রামটি এই খাতের প্রতিভাবানদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।
বাছাই পর্বে এ বছর আটটি বিশ্ববিদ্যালয় থেকে ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন এবং তাদের অ্যাকাডেমিক রেকর্ড, তাৎক্ষণিক পরীক্ষা, উপস্থাপন দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র ও একজন ছাত্রীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ী শিক্ষার্থীরা হলেন— বুয়েট থেকে ইমতিয়াজ আহমেদ ও সৈয়দা ফাতিমা ফায়রুজ, কুয়েট থেকে সুমাইয়া রহমান ও মেহেদী হাসান, রুয়েট থেকে নাহিয়ান রিফাত ও নাজিফা রহমান অধরা, চুয়েট থেকে অনিন্দ্য নন্দী ও ফাতেমা ইসলাম তানিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সৈয়দ দোহা উদ্দিন ও নিশাত তাসনিম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে সীমামুন হাসিবা রেজা ও মোহতাসিম তাসনিম জামান, এইউএসটি থেকে কাজী আরহাম কবির ও সাদিয়া কারিশমা কবির, এবং আইইউটি থেকে এ কে এম রাকিব ও রামিশা রাইদা করিম।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘দক্ষ তরুণ গড়ে তোলা আমাদের একান্ত প্রয়োজন। এই বিষয়ে হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার উদ্যোগটি শুধু ভবিষ্যৎ পথ-প্রদর্শনই করবে না, দেশের জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে।’
সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামে বাংলাদেশের ১৬ জন বিজয়ী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ