ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সিডনির গ্যালারিতে উৎসবের আশায় সাকিব

  • আপডেট সময় : ০১:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ভেন্যু সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস। আর এই শহরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ফলে গ্যালারিতে লাল-সবুজের উৎসব হওয়ার কথা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও আশা করছেন, সিডনির গ্যালারি লাল-সবুজে মেতে উঠবে। ১৫ বছর পর মূল পর্বে জয়ের খরা কেটেছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে হারানোয় নতুন দিগন্তের সূচনা হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে কিছুটা ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বিপরীতে কিছুটা ব্যাকফুটে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে নিশ্চিত জয়ের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সাকিব মনে করেন সিডনিতে সমর্থন পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি শক্তি পাবে তার দল, ‘ওদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে, সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আমাদের খেলা হবে ব্যাটে-বলে। সেখানে চেষ্টা করবো ভালো পারফর্ম করতে। ওদের বিপক্ষে আমাদের কিছু ভালো স্মৃতি আছে, হয়তো অন্য সংস্করণে। সেগুলো আমাদের মানসিকভাবে সাহায্য করবে। আমি আশা করি, বেশ ভালো সংখ্যক মানুষ আসবে যারা আমাদের সমর্থন করবে। তাদের সমর্থনের প্রতিদান যেন আমরা দিতে পারি।’ আর সিডনির দর্শকদের সমর্থন কাজে লাগিয়েই দারুণ কিছু করার আশায় আছেন বাংলাদেশের অধিনায়ক, ‘যেহেতু সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন। কাজেই তাদের সমর্থনটা কীভাবে কাজে লাগিয়ে আরও বেশি ভালো পারফর্ম করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিডনির গ্যালারিতে উৎসবের আশায় সাকিব

আপডেট সময় : ০১:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ভেন্যু সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস। আর এই শহরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ফলে গ্যালারিতে লাল-সবুজের উৎসব হওয়ার কথা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও আশা করছেন, সিডনির গ্যালারি লাল-সবুজে মেতে উঠবে। ১৫ বছর পর মূল পর্বে জয়ের খরা কেটেছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে হারানোয় নতুন দিগন্তের সূচনা হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে কিছুটা ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বিপরীতে কিছুটা ব্যাকফুটে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে নিশ্চিত জয়ের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সাকিব মনে করেন সিডনিতে সমর্থন পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি শক্তি পাবে তার দল, ‘ওদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে, সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আমাদের খেলা হবে ব্যাটে-বলে। সেখানে চেষ্টা করবো ভালো পারফর্ম করতে। ওদের বিপক্ষে আমাদের কিছু ভালো স্মৃতি আছে, হয়তো অন্য সংস্করণে। সেগুলো আমাদের মানসিকভাবে সাহায্য করবে। আমি আশা করি, বেশ ভালো সংখ্যক মানুষ আসবে যারা আমাদের সমর্থন করবে। তাদের সমর্থনের প্রতিদান যেন আমরা দিতে পারি।’ আর সিডনির দর্শকদের সমর্থন কাজে লাগিয়েই দারুণ কিছু করার আশায় আছেন বাংলাদেশের অধিনায়ক, ‘যেহেতু সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন। কাজেই তাদের সমর্থনটা কীভাবে কাজে লাগিয়ে আরও বেশি ভালো পারফর্ম করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’