ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

সিডনিকে হারিয়ে বিগ ব্যাশে নতুন চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনস

  • আপডেট সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সিডনিকে থান্ডারসকে হারিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের নতুন চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট হ্যারিকেনস। রেকর্ড বই তছনছ করে ডেভিড ওয়ার্নারের সিডনিকে ৭ উইকেটে হারিয়েছে নাথান ইলিসের দল। সোমবার বিগ ব্যাশের ফাইনালের ইতিহাসে রান বিবেচনায় দ্রুততম (সবচেয়ে কম ওভার খেলে) জয় পেয়েছে হ্যারিকেনস। সিডনির দেওয়া ১৮৩ রানের লক্ষ্য মাত্র ১৪.১ ওভারে টপকে গেছে তারা। বেলেরাইভ ওভাল স্টেডিয়ামে হোবার্টের জয়টি সম্ভব হয়েছে মিচেল ওউয়েনের রেকর্ডগড়া সেঞ্চরির কারণে। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন পার্থ স্কর্চার্সের ওপেনার ক্রেইগ সিমন্স। ইনিংসের ১০ ওভার শেষ হওয়ার আগেই তিন অংকের ম্যাজিক সংখ্যা স্পর্শ করেছেন ওউয়েন। শেষ পর্যন্ত ১১ ছক্কায় করেছেন ৪২ বলে ১০৮ রান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮২ রান তোলে সিডনি। ৪২ বলে ৬৭ রান করেন জেসন সাংহা। অধিনায়ক ওয়ার্নার ৩২ বলে ৪৮, ওলিভার ডেভিস ১৬ বলে ২৬, স্যাম বিলিংস ১৪ বলে ২০ রান করেন।

হোবার্টের হয়ে ওউয়েনের ১০৮ রানের ইনিংসের সঙ্গে ম্যাথিউ ওয়েডের অবদান ১৭ বলে ৩২। এছাড়া ডেন ম্যাকডারম্যাট ১২ বলে ১৮, কালিব জেওয়েল ১২ বলে ১৩ রান করেন। বল হাতে সিডনির হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রিলে ম্যারেদিথ ও নাথান ইলিস। সিডনির হয়ে ২ উইকেট নেন তানভীর সাংহা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিডনিকে হারিয়ে বিগ ব্যাশে নতুন চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনস

আপডেট সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: সিডনিকে থান্ডারসকে হারিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের নতুন চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট হ্যারিকেনস। রেকর্ড বই তছনছ করে ডেভিড ওয়ার্নারের সিডনিকে ৭ উইকেটে হারিয়েছে নাথান ইলিসের দল। সোমবার বিগ ব্যাশের ফাইনালের ইতিহাসে রান বিবেচনায় দ্রুততম (সবচেয়ে কম ওভার খেলে) জয় পেয়েছে হ্যারিকেনস। সিডনির দেওয়া ১৮৩ রানের লক্ষ্য মাত্র ১৪.১ ওভারে টপকে গেছে তারা। বেলেরাইভ ওভাল স্টেডিয়ামে হোবার্টের জয়টি সম্ভব হয়েছে মিচেল ওউয়েনের রেকর্ডগড়া সেঞ্চরির কারণে। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন পার্থ স্কর্চার্সের ওপেনার ক্রেইগ সিমন্স। ইনিংসের ১০ ওভার শেষ হওয়ার আগেই তিন অংকের ম্যাজিক সংখ্যা স্পর্শ করেছেন ওউয়েন। শেষ পর্যন্ত ১১ ছক্কায় করেছেন ৪২ বলে ১০৮ রান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮২ রান তোলে সিডনি। ৪২ বলে ৬৭ রান করেন জেসন সাংহা। অধিনায়ক ওয়ার্নার ৩২ বলে ৪৮, ওলিভার ডেভিস ১৬ বলে ২৬, স্যাম বিলিংস ১৪ বলে ২০ রান করেন।

হোবার্টের হয়ে ওউয়েনের ১০৮ রানের ইনিংসের সঙ্গে ম্যাথিউ ওয়েডের অবদান ১৭ বলে ৩২। এছাড়া ডেন ম্যাকডারম্যাট ১২ বলে ১৮, কালিব জেওয়েল ১২ বলে ১৩ রান করেন। বল হাতে সিডনির হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রিলে ম্যারেদিথ ও নাথান ইলিস। সিডনির হয়ে ২ উইকেট নেন তানভীর সাংহা।