ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ

  • আপডেট সময় : ০২:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : সম্প্রতি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মাহিয়া জুনেদ। তিনি একই ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেশনস অফিসার (সিওও) এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) হিসেবে কর্মরত ছিলেন। এএমডি হিসেবে মাহিয়া একই দায়িত্ব পালন করে যাবার পাশাপাশি ব্যাংকের নারী কর্মী বিষয়ক কার্যক্রমের প্রধান হিসেবে এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় ব্যাংক এমডি-র সঙ্গে সরাসরি কাজ করবেন। মাহিয়া থাইল্যান্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৪ সালে সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশে অপারেশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সালে রেসিডেন্ট ভিপি ও হেড অব অপারেশন্স হিসেবে এই আমেরিকান ব্যাংক ত্যাগ করেন। তিনি ২০০৭ সালে দি সিটি ব্যাংকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রধান হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে তিনি এই ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। মাহিয়া জুনেদ সিটি ব্যাংকের ৪০ বছরের ইতিহাসে প্রথম মহিলা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি। তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং সিটি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি হংকং লিমিটেডের পরিচালক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ

আপডেট সময় : ০২:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

অর্থ-বাণিজ্য ডেস্ক : সম্প্রতি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মাহিয়া জুনেদ। তিনি একই ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেশনস অফিসার (সিওও) এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) হিসেবে কর্মরত ছিলেন। এএমডি হিসেবে মাহিয়া একই দায়িত্ব পালন করে যাবার পাশাপাশি ব্যাংকের নারী কর্মী বিষয়ক কার্যক্রমের প্রধান হিসেবে এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় ব্যাংক এমডি-র সঙ্গে সরাসরি কাজ করবেন। মাহিয়া থাইল্যান্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৪ সালে সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশে অপারেশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সালে রেসিডেন্ট ভিপি ও হেড অব অপারেশন্স হিসেবে এই আমেরিকান ব্যাংক ত্যাগ করেন। তিনি ২০০৭ সালে দি সিটি ব্যাংকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রধান হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে তিনি এই ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। মাহিয়া জুনেদ সিটি ব্যাংকের ৪০ বছরের ইতিহাসে প্রথম মহিলা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি। তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং সিটি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি হংকং লিমিটেডের পরিচালক।