ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল লিটারারি কনফারেন্স

  • আপডেট সময় : ০৭:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

সাহিত্য ডেস্ক: সিটি ইউনিভার্সিটি এবং আইডিয়াস: ইন্টারন্যাশনাল জার্নাল অব লিটারেচার, আর্টস, সায়েন্স অ্যান্ড কালচার যৌথভাবে আগামী ৯, ১০ ও ১১ নভেম্বর ২০২৪ আন্তর্জাতিক সম্মেলন ‘ব্রিজিং কালচারস: এডভান্সড ডিসকোর্সেস ইন ট্রান্সলেশন, কালচার এবং কম্পারেটিভ লিটারেচার’ অনুষ্ঠিত করতে যাচ্ছে। বাংলাদেশের অনুবাদ বিজ্ঞান ও তুলনামূলক সাহিত্য ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে, যা বিশ্বব্যাপী খ্যাতিমান পণ্ডিত, চিন্তাবিদ এবং একাডেমিকদের একত্র করবে।
সম্মেলনে কি-নোট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসান বাসনেট, যাকে ‘ট্রান্সলেশন স্টাডিজের শেকসপিয়র’ বলা হয়। এছাড়াও সম্মেলনে বাংলাদেশি খ্যাতনামা অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস ও অধ্যাপক ড. ফকরুল আলম অংশগ্রহণ করবেন।
সম্মেলনটি উদ্বোধন করবে সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। ইংরেজি বিভাগের প্রধান ও কনফারেন্স কনভেনর ড. রহমান এম. মাহবুব বলেন, ‘এই সম্মেলন শুধু আমাদের সংস্কৃতিগুলোর মধ্যে সেতুবন্ধ তৈরি করছে না, এটি মানবিকবিদ্যার গবেষণায় আমাদের অঙ্গীকারকেও তুলে ধরছে। আমরা অত্যন্ত গর্বিত যে, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষাবিদদের বাংলাদেশে স্বাগত জানাতে পারছি। বাংলাদেশের মতো সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ এ ধরনের মেলবন্ধনের মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’
বাংলাদেশের সাম্প্রতিক দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক সম্মেলন হিসেবে এই সমাবেশটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘস্থায়ী অবদান রাখার অঙ্গীকার করেছে। গবেষণার অগ্রগতি, সাংস্কৃতিক বোঝাপড়া, এবং সহযোগিতার প্রসার কেন্দ্র করে এই সম্মেলন ইতিহাস সৃষ্টি করতে চলেছে। এটি শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অনুবাদ গবেষণা, তুলনামূলক সাহিত্য এবং সাংস্কৃতিক গবেষণার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল লিটারারি কনফারেন্স

আপডেট সময় : ০৭:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

সাহিত্য ডেস্ক: সিটি ইউনিভার্সিটি এবং আইডিয়াস: ইন্টারন্যাশনাল জার্নাল অব লিটারেচার, আর্টস, সায়েন্স অ্যান্ড কালচার যৌথভাবে আগামী ৯, ১০ ও ১১ নভেম্বর ২০২৪ আন্তর্জাতিক সম্মেলন ‘ব্রিজিং কালচারস: এডভান্সড ডিসকোর্সেস ইন ট্রান্সলেশন, কালচার এবং কম্পারেটিভ লিটারেচার’ অনুষ্ঠিত করতে যাচ্ছে। বাংলাদেশের অনুবাদ বিজ্ঞান ও তুলনামূলক সাহিত্য ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে, যা বিশ্বব্যাপী খ্যাতিমান পণ্ডিত, চিন্তাবিদ এবং একাডেমিকদের একত্র করবে।
সম্মেলনে কি-নোট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসান বাসনেট, যাকে ‘ট্রান্সলেশন স্টাডিজের শেকসপিয়র’ বলা হয়। এছাড়াও সম্মেলনে বাংলাদেশি খ্যাতনামা অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস ও অধ্যাপক ড. ফকরুল আলম অংশগ্রহণ করবেন।
সম্মেলনটি উদ্বোধন করবে সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। ইংরেজি বিভাগের প্রধান ও কনফারেন্স কনভেনর ড. রহমান এম. মাহবুব বলেন, ‘এই সম্মেলন শুধু আমাদের সংস্কৃতিগুলোর মধ্যে সেতুবন্ধ তৈরি করছে না, এটি মানবিকবিদ্যার গবেষণায় আমাদের অঙ্গীকারকেও তুলে ধরছে। আমরা অত্যন্ত গর্বিত যে, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষাবিদদের বাংলাদেশে স্বাগত জানাতে পারছি। বাংলাদেশের মতো সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ এ ধরনের মেলবন্ধনের মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’
বাংলাদেশের সাম্প্রতিক দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক সম্মেলন হিসেবে এই সমাবেশটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘস্থায়ী অবদান রাখার অঙ্গীকার করেছে। গবেষণার অগ্রগতি, সাংস্কৃতিক বোঝাপড়া, এবং সহযোগিতার প্রসার কেন্দ্র করে এই সম্মেলন ইতিহাস সৃষ্টি করতে চলেছে। এটি শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অনুবাদ গবেষণা, তুলনামূলক সাহিত্য এবং সাংস্কৃতিক গবেষণার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকের প্রত্যাশা/কেএমএএ