বাণিজ্য ডেস্ক : এসিআই মটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে লক্ষ্মীপুরে ‘সিটি অটোমোবাইলস’ তাদের যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় তাদের শো-রুম উদ্বোধন করা হয়। ফোটনের এই শো-রুমে সেলস এবং সার্ভিস সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ফোটনের ১ টন, ১.৫ টন, ৩.৫ টনের পিকআপ ভ্যানসহ অন্যান্য সব যানবাহন পাওয়া যাবে। শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের মহাব্যবস্থাপক (সেলস) খাইরুল আহসান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আবুল বাহার, লক্ষ্মীপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম প্রমুখ। ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লাখের বেশি বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। ২০১৯ সাল থেকে এসিআই মটরস একমাত্র পরিবেশক হিসেবে ফোটনের বিভিন্ন বাণিজ্যিক গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে। কৃষি যান্ত্রিকীকরণের যাবতীয় সমাধান দেওয়া ছাড়াও প্রতিষ্ঠানটি কন্সট্রাকশন ইকুইপমেন্ট ও ইয়ামাহা মটরসাইকেলের ব্যবসা পরিচালনা করছে। –
























