ক্রীড়া ডেস্ক: মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হলান্ড হুট করে নিজেকে হারিয়ে ফেলেছেন। গোল করতেই যেন ভুলে গেছেন প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে ওঠা এই স্ট্রাইকার। তার নিষ্প্রভ পারফরম্যান্সের বিরূপ প্রভাব পড়েছে ম্যানচেস্টার সিটির ওপরও। তবে যে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি, সেটার দায় কেবল হলান্ডকে দিতে চান না কোচ পেপ গুয়ার্দিওলা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে স্রেফ একটি জিততে পেরেছে সিটি। ড্র করেছে দুই ম্যাচে। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে তারা পিছিয়ে পড়েছে অনেকটা। লিগে ১৭ ম্যাচ খেলে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সিটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ১২ পয়েন্টে।
সিটির এই দুঃস্বপ্নের পথচলায় প্রভাব ফেলেছে হলান্ডের পারফরম্যান্সও। লিগে প্রথম পাঁচ ম্যাচে ১০ গোল করা নরওয়ের এই ফুটবলার পরের ১২ ম্যাচে করতে পেরেছেন কেবল তিনটি গোল।
সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল ১৮টি। লিগ ম্যাচে বৃহস্পতিবার এভারটনের মুখোমুখি হবে সিটি। এক দিন আগে সংবাদ সম্মেলনে এসে গুয়ার্দিওলা বললেন, এই দুরবস্থার জন্য একজন নয়, পুরো দল দায়ী। “পুরো বিষয়টি (দলের বাজে অবস্থার দায়) আমাদের, কেবল একজন খেলোয়াড়ের নয়। অতীতে যখন আমরা গোল করেছি এবং আমাদের সাহায্য করার ক্ষেত্রে আর্লিং এতটা কার্যকর ছিল দলের কারণে। আর যখন রক্ষণ, মাঝমাঠে সমস্যা থাকে, সেটা পুরো দলের জন্যই সমস্যা।” “যদি এটা শুধু একজন খেলোয়াড়ের কারণে হতো, তাহলে কাজটা সহজ হতো। ব্যাপারটা এমন নয়। আর্লিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আছে এবং থাকবে। আমরা কাজগুলো আরও ভালো করার চেষ্টা করছি।
তাকে আরও ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি।” চোটজর্জর মৌসুমে এভারটন ম্যাচেও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজনকে পাওয়া নিয়ে সংশয়ের কথা বলেছেন গুয়ার্দিওলা। বিশেষ করে, দলের প্রথম পছন্দের গোলরক্ষক এদেরসন, রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় জন স্টোন্স সময়মতো ফিট হয়ে উঠবেন কি-না, নিশ্চিত নন সিটি কোচ। হুট করে দলের ছন্দপতনের জন্য আরেকবার খেলোয়াড়দের চোট সমস্যার কথা বলেছেন তিনি।