প্রত্যাশা ডেস্ক : চরম অর্থনৈতিক সংকটের কারণে ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর পৌঁছেছেন। মালদ্বীপ থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর তিনি দেশটিতে পৌঁছান। খবর চ্যানেল নিউজ এশিয়ার। স্থানীয় সময় রাত আটটার দিকে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজাপাকসে ‘ব্যক্তিগত সফরে’ সিঙ্গাপুর এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয় দেওয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর করে না। রাজাপাকসে মালদ্বীপের মালে থেকে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৭৮৮ এ করে স্থানীয় সময় রাত ৭.২০ মিনিটের দিকে সিঙ্গাপুর পৌঁছান


























