নিজস্ব প্রতিবেদক: ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক দল আসছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। একইসঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিক্ষার্থীদের যতজনকে সম্ভব বিদেশে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে সাখাওয়াত হোসেন বলেছেন, সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। দেখে যদি দরকার হয়- তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে। যা প্রয়োজন তাই করা হবে। যতোজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততোজনকে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তিনি বলেন, হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অনেকের দগ্ধের পার্সেন্টেজ বেশি, যেটি নিয়ে চিকিৎসকরা চিন্তা করছেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত বলেন, বিমানের দুর্ঘটনা নানা কারণ হয়। পাইলট অ্যারর হয় অথবা টেকনিক্যাল অ্যারর হয়। ব্ল্যাকবক্স অ্যানালাইসিসের আগে বোঝা যাবে না- এটা কি টেকনিক্যাল কারণে হয়েছে নাকি পাইলট অ্যারর ছিল।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। পুরনো মডেলের বিমান দিয়ে প্রশিক্ষণের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে কি না, এমন প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, ফ্রেমটা পুরানো হলেও ভেতরে ইঞ্জিন নিয়মিত আপডেট করা হয়। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে এ ধরনের প্রশিক্ষণ কোথায় হবে, বিষয়টি নতুন করে দেখার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।