বিনোদন ডেস্ক: মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশ হল বলিউডি অভিনেতা সালমান খানের ঈদের সিনেমা ‘সিকান্দারের’ ট্রেইলার। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের দীর্ঘ ভিডিওতে সালমানকে ‘রাজকোটের রাজা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যার নাম সিকান্দার। তবে কেউ তাকে ডাকে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’ বলে। সিকান্দারকে তুলে ধরা হয়েছে গরীবের ত্রাণকর্তা হিসেবে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মানদানা। একটি ঘটনায় সালমানের স্ত্রীর মৃত্যু হয়।
স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছান সিকান্দার, সেখানে সাবেক এক মন্ত্রীর সঙ্গে শুরু হয় তার দ্বন্দ্ব।সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। ‘সিকান্দার’ মুক্তি পাবে ৩০ মার্চ।