ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

‘সিও স্যার’ জাহিদ হাসান

  • আপডেট সময় : ১২:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : এক যুগ ধরে লোকসান দিয়ে বেসরকারি একটি কোম্পানি দেউলিয়া হওয়ার উপক্রম! অফিসের ম্যানেজার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড কোম্পানিকে ফাঁকি দিচ্ছে। কাজ করছে না মনোযোগ দিয়ে। কারণ কোম্পানির এমডি অসুস্থ হয়ে শয্যাশয়ী। এমডির ছেলে প্রবাসী হওয়ার কারণে সুযোগ পেয়ে সবাই লুটে নিচ্ছে। ঠিক ওই সময়ে কিষাণ নামে একজন কোম্পানির হেড অফিসে আসে একটি সেবা নেওয়ার জন্য। কিষাণ অফিসে যাওয়ার পর বাঁধে বিপত্তি। কারণ সে কখনো রিসিপশনে, কখনো ডেস্কে, কখনো ম্যানেজারের রুমে ঢুকে পড়েন! আর কেউ বাঁধা দিলেই তার গোপন অপকর্ম ফাঁস করে দেয়। তাই ভয়ে কেউ মুখ খুলে না। কিষাণ পুরো অফিস হাতিয়ে নেওয়ার পায়তারা শুরু করে।
এই অফিসে রাত্রি নামে এক মেয়ে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করে। কিষাণ তাকে জ্বালাতন শুরু করে! অফিস, রাস্তা, বাজার—সব জায়গায় রাত্রির সঙ্গে ঝামেলা হয়। এ নিয়ে কিষাণ ও রাত্রির দ্বন্দ্ব তৈরি হয়; যা এমডি পর্যন্ত পৌঁছে যায়! কিষাণের অত্যাচারে অফিসের সবাই তাকে পুলিশে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু তারপরই ঘটে মূল ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘সিও স্যার’। এটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। এটি নির্মাতা আদিত্য জনি। কিষাণ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান আর রাত্রি চরিত্রে মাঈমুনা ফেরদৌস মম। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—আজম খান, শাহিন মৃধা, হানিফ খান, তাসমিতা সুমি, কাকা মাকসুদ, প্রীতি, সৈয়দা নাসরিন, উমাসহ আরো অনেকে। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন আনোয়ার হোসেন বুলু। পরিচালক আদিত্য জনি বলেন, ‘সিও স্যার একটি চমৎকার কমেডি ও রোমান্টিক-সিরিয়াস কাহিনির সংযোজন। গল্প নিয়ে বলার কিছু নেই; অসাধারণ গল্প। নাটকটিতে পুরো টিম প্রচন্ড পরিশ্রম করেছেন। শুটিং করেছি ঢাকার বিভিন্ন মনোরম স্থানে। ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার শিশুদের জন্য পোপের কাছে আকুতি মার্কিন গায়িকার

‘সিও স্যার’ জাহিদ হাসান

আপডেট সময় : ১২:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

বিনোদন ডেস্ক : এক যুগ ধরে লোকসান দিয়ে বেসরকারি একটি কোম্পানি দেউলিয়া হওয়ার উপক্রম! অফিসের ম্যানেজার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড কোম্পানিকে ফাঁকি দিচ্ছে। কাজ করছে না মনোযোগ দিয়ে। কারণ কোম্পানির এমডি অসুস্থ হয়ে শয্যাশয়ী। এমডির ছেলে প্রবাসী হওয়ার কারণে সুযোগ পেয়ে সবাই লুটে নিচ্ছে। ঠিক ওই সময়ে কিষাণ নামে একজন কোম্পানির হেড অফিসে আসে একটি সেবা নেওয়ার জন্য। কিষাণ অফিসে যাওয়ার পর বাঁধে বিপত্তি। কারণ সে কখনো রিসিপশনে, কখনো ডেস্কে, কখনো ম্যানেজারের রুমে ঢুকে পড়েন! আর কেউ বাঁধা দিলেই তার গোপন অপকর্ম ফাঁস করে দেয়। তাই ভয়ে কেউ মুখ খুলে না। কিষাণ পুরো অফিস হাতিয়ে নেওয়ার পায়তারা শুরু করে।
এই অফিসে রাত্রি নামে এক মেয়ে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করে। কিষাণ তাকে জ্বালাতন শুরু করে! অফিস, রাস্তা, বাজার—সব জায়গায় রাত্রির সঙ্গে ঝামেলা হয়। এ নিয়ে কিষাণ ও রাত্রির দ্বন্দ্ব তৈরি হয়; যা এমডি পর্যন্ত পৌঁছে যায়! কিষাণের অত্যাচারে অফিসের সবাই তাকে পুলিশে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু তারপরই ঘটে মূল ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘সিও স্যার’। এটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। এটি নির্মাতা আদিত্য জনি। কিষাণ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান আর রাত্রি চরিত্রে মাঈমুনা ফেরদৌস মম। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—আজম খান, শাহিন মৃধা, হানিফ খান, তাসমিতা সুমি, কাকা মাকসুদ, প্রীতি, সৈয়দা নাসরিন, উমাসহ আরো অনেকে। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন আনোয়ার হোসেন বুলু। পরিচালক আদিত্য জনি বলেন, ‘সিও স্যার একটি চমৎকার কমেডি ও রোমান্টিক-সিরিয়াস কাহিনির সংযোজন। গল্প নিয়ে বলার কিছু নেই; অসাধারণ গল্প। নাটকটিতে পুরো টিম প্রচন্ড পরিশ্রম করেছেন। শুটিং করেছি ঢাকার বিভিন্ন মনোরম স্থানে। ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।’