অর্থ-বাণিজ্য ডেস্ক : কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) ঘুরে দাঁড়াতে সহায়তার লক্ষ্যে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা শতভাগ বাস্তবায়নের জন্য আইপিডিসি ফাইন্যান্সকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দশ কোটির বেশি টাকা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এরকম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষ্যে সম্প্রতি এক বিশেষ আয়োজনে বাংলাদেশ ব্যংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বীকৃতিজ্ঞাপক সার্টিফিকেট তুলে দেয় আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলামের হাতে।