ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন স্কিম নীতিমালায় পরিবর্তন

  • আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে চলতি মূলধনের ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি পাবেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা খাতে ঋণের প্রয়োজনীয়তা বিবেচনায় মেয়াদী ঋণের পাশাপাশি চলতি মূলধন ঋণ এবং ব্যবসা খাতে প্রদত্ত বা প্রদেয় ঋণের বিপরীতেও ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন স্কিম নীতিমালায় কিছু বিষয় প্রতিস্থাপন করা হবে।
ক্রেডিট গ্যারান্টি সুবিধাপ্রাপ্তির জন্য গ্রাহক পর্যায়ে প্রযোজ্য ঋণসীমা : আলোচ্য সুবিধাপ্রাপ্তির জন্য সিএমএসএমই উদ্যোগ খাতে গ্রাহক পর্যায়ে প্রযোজ্য ঋণসীমা হলো—কুটির ও মাইক্রো উদ্যোগের উৎপাদনশীল ও সেবা শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনি¤œ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা। ক্ষুদ্র উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনি¤œ ১ লাখ থেকে সর্বোচ্চ ৩ কোটি টাকা। সেবা শিল্প খাতে সর্বনি¤œ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা। মাঝারি উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনি¤œ ১ লাখ থেকৈ সর্বোচ্চ ৫ কোটি টাকা। সেবা শিল্প খাতে সর্বনি¤œ ১ লাখ থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা। মাইক্রো উদ্যোগের ব্যবসা খাতে গ্রাহক পর্যায়ে সর্বনি¤œ ২৫ হাজার থেকৈ সর্বোচ্চ ২৫ লাখ টাকা। ক্ষুদ্র উদ্যোগের ব্যবসা খাতে সর্বনি¤œ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা। আলোচ্য বিষয়গুলো ছাড়া আগের জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
০৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন স্কিম নীতিমালায় পরিবর্তন

আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে চলতি মূলধনের ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি পাবেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা খাতে ঋণের প্রয়োজনীয়তা বিবেচনায় মেয়াদী ঋণের পাশাপাশি চলতি মূলধন ঋণ এবং ব্যবসা খাতে প্রদত্ত বা প্রদেয় ঋণের বিপরীতেও ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন স্কিম নীতিমালায় কিছু বিষয় প্রতিস্থাপন করা হবে।
ক্রেডিট গ্যারান্টি সুবিধাপ্রাপ্তির জন্য গ্রাহক পর্যায়ে প্রযোজ্য ঋণসীমা : আলোচ্য সুবিধাপ্রাপ্তির জন্য সিএমএসএমই উদ্যোগ খাতে গ্রাহক পর্যায়ে প্রযোজ্য ঋণসীমা হলো—কুটির ও মাইক্রো উদ্যোগের উৎপাদনশীল ও সেবা শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনি¤œ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা। ক্ষুদ্র উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনি¤œ ১ লাখ থেকে সর্বোচ্চ ৩ কোটি টাকা। সেবা শিল্প খাতে সর্বনি¤œ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা। মাঝারি উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনি¤œ ১ লাখ থেকৈ সর্বোচ্চ ৫ কোটি টাকা। সেবা শিল্প খাতে সর্বনি¤œ ১ লাখ থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা। মাইক্রো উদ্যোগের ব্যবসা খাতে গ্রাহক পর্যায়ে সর্বনি¤œ ২৫ হাজার থেকৈ সর্বোচ্চ ২৫ লাখ টাকা। ক্ষুদ্র উদ্যোগের ব্যবসা খাতে সর্বনি¤œ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা। আলোচ্য বিষয়গুলো ছাড়া আগের জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
০৬