ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সিইসি, ইসি হিসেবে আলোচনায় তাঁরা

  • আপডেট সময় : ০২:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সার্চ কমিটি গঠনের পরপরই সম্ভাব্য সিইসি, ইসি হিসেবে আলোচনায় আসছে বেশ কিছু নাম। প্রশাসন, জুডিশিয়াল ও পুলিশ ক্যাডারের একাধিক সাবেক কর্মকর্তার নাম এক্ষেত্রে যেমন আছে, তেমনি একাধিক সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম ও আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক আলোচনায় আসতে শুরু করেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে একটি সংবাদসংস্থা জানিয়েছে, সার্চ কমিটির সদস্যদের কেউ কেউ ইতিমধ্যে বিশ্বস্ত মহলগুলোতে একাধিক সাবেক কর্মকর্তার অতীত, বর্তমান কর্মকা- ও সর্বশেষ স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন, সন্তর্পণে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়ার নামটি সর্বাগ্রে আলোচনায় আসছে। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। সুনামের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও কাজ করেছেন বিসিএস (প্রশাসন) ’৮১ ব্যাচের এই কর্মকর্তা। সিইসি হিসেবে তিনি ভালো করবেন, এমন ধারণা কারো কারো মধ্যে আছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুল করিম, শেখ ওয়াহিদুজ্জামান আলোচনায় আছেন বলে ঢাকা টাইমসকে একাধিক সূত্র জানিয়েছে।
ওয়াকিবহাল একাধিক সূত্র এমন ইঙ্গিতও দিয়েছে যে সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান, সাবেক সিনিয়র সচিব জাফর আহমেদ খানও বিবেচনায় আছেন ইসি হিসেবে। দু’জনেই প্রশাসন ’৮২ ব্যাচের সদস্য। একই ক্যাডারের ’৮৫ ব্যাচের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর নামটিও ইতিউতি উচ্চারিত হচ্ছে।
তবে প্রশাসন ক্যাডারের ’৮৪ ব্যাচের সাবেক সচিব সিরাজুল হক খানের বিষয়ে সংশ্লিষ্ট অনেকেই খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে। প্রশাসন ক্যাডারের সাবেক সচিব কামালউদ্দীন তালুকদার, মুশফেকা ইকফাৎ, কানিজ ফাতেমাও আছেন আলোচনায়।
আলাপকালে একাধিক মহল জানিয়েছে, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান আলোচনায় আসছেন।
তেমনি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনের জন্য শারীরিকভাবে কতখানি সুস্থ সেই খোঁজখবর নেওয়াও চলছে। আবার একজন কর্মরত নারী বিচারপতিও সংশ্লিষ্টদের বিবেচনায় আছেন। ভোটার পরিচয়পত্র প্রকল্পের দায়িত্বে ছিলেন এমন একজন সাবেক সেনা কর্মকর্তাসহ অন্তত তিনজন সাবেক সেনা কর্মকর্তার নামও ইসি হিসেবে আলোচনায় আসছে বলে ঢাকা টাইমস বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে। সাবেক দুজন জেলা জজও আছেন সংশ্লিষ্টদের বিবেচনায়। এর মধ্যে একজন নারী। যার নাম একসময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত তালিকায় ছিল। আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপালন করা দুজন সচিবের বিষয় নিয়েও নানা খোঁজখবর চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

সিইসি, ইসি হিসেবে আলোচনায় তাঁরা

আপডেট সময় : ০২:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : সার্চ কমিটি গঠনের পরপরই সম্ভাব্য সিইসি, ইসি হিসেবে আলোচনায় আসছে বেশ কিছু নাম। প্রশাসন, জুডিশিয়াল ও পুলিশ ক্যাডারের একাধিক সাবেক কর্মকর্তার নাম এক্ষেত্রে যেমন আছে, তেমনি একাধিক সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম ও আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক আলোচনায় আসতে শুরু করেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে একটি সংবাদসংস্থা জানিয়েছে, সার্চ কমিটির সদস্যদের কেউ কেউ ইতিমধ্যে বিশ্বস্ত মহলগুলোতে একাধিক সাবেক কর্মকর্তার অতীত, বর্তমান কর্মকা- ও সর্বশেষ স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন, সন্তর্পণে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়ার নামটি সর্বাগ্রে আলোচনায় আসছে। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। সুনামের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও কাজ করেছেন বিসিএস (প্রশাসন) ’৮১ ব্যাচের এই কর্মকর্তা। সিইসি হিসেবে তিনি ভালো করবেন, এমন ধারণা কারো কারো মধ্যে আছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুল করিম, শেখ ওয়াহিদুজ্জামান আলোচনায় আছেন বলে ঢাকা টাইমসকে একাধিক সূত্র জানিয়েছে।
ওয়াকিবহাল একাধিক সূত্র এমন ইঙ্গিতও দিয়েছে যে সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান, সাবেক সিনিয়র সচিব জাফর আহমেদ খানও বিবেচনায় আছেন ইসি হিসেবে। দু’জনেই প্রশাসন ’৮২ ব্যাচের সদস্য। একই ক্যাডারের ’৮৫ ব্যাচের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর নামটিও ইতিউতি উচ্চারিত হচ্ছে।
তবে প্রশাসন ক্যাডারের ’৮৪ ব্যাচের সাবেক সচিব সিরাজুল হক খানের বিষয়ে সংশ্লিষ্ট অনেকেই খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে। প্রশাসন ক্যাডারের সাবেক সচিব কামালউদ্দীন তালুকদার, মুশফেকা ইকফাৎ, কানিজ ফাতেমাও আছেন আলোচনায়।
আলাপকালে একাধিক মহল জানিয়েছে, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান আলোচনায় আসছেন।
তেমনি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনের জন্য শারীরিকভাবে কতখানি সুস্থ সেই খোঁজখবর নেওয়াও চলছে। আবার একজন কর্মরত নারী বিচারপতিও সংশ্লিষ্টদের বিবেচনায় আছেন। ভোটার পরিচয়পত্র প্রকল্পের দায়িত্বে ছিলেন এমন একজন সাবেক সেনা কর্মকর্তাসহ অন্তত তিনজন সাবেক সেনা কর্মকর্তার নামও ইসি হিসেবে আলোচনায় আসছে বলে ঢাকা টাইমস বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে। সাবেক দুজন জেলা জজও আছেন সংশ্লিষ্টদের বিবেচনায়। এর মধ্যে একজন নারী। যার নাম একসময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত তালিকায় ছিল। আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপালন করা দুজন সচিবের বিষয় নিয়েও নানা খোঁজখবর চলছে।